প্রতিবাদ করা জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে শনিবার পৌঁছে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক্তারদের মতো সকলের কাছেই এই ঘটনা কিছুটা অপ্রত্যাশিত ছিল। আর এই ঘটনায় আপ্লুত হয়েছেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানিয়েছেন তিনি।
“আগেও দেখেছি, আপনি কী ভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আজ আবার দেখলাম নিজের লোকের পাশে গিয়ে দাঁড়ালেন।” বললেন দেব।(dev)
অচলাবস্থা কাটাতে বৃহস্পতিবার রাজ্যের আবেদনে সাড়া দিয়ে নবান্নে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। প্রাথমিকভাবে ১৫ জন প্রতিনিধিকে ডাকা হলেও পরবর্তীতে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে তাঁদের ৩২ জন প্রতিনিধিকেই বৈঠকে আসার অনুমতি দেওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছেও শুধুমাত্র লাইভস্ট্রিম হবে না শুনে চলে আসেন ডাক্তাররা। শনিবার বৃষ্টিভেজা সকালে জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে বলেন, ”আমাকে একটু সময় দিন, একদিনে তো পারব না। দুর্নীতি নিয়ে আপনাদের কোনও অভিযোগ থাকলে নিশ্চয়ই তদন্ত করে সাজা দেব।”
তৃণমূল সাংসদের স্পষ্ট অবস্থান ছিল, ধর্ষকদের ফাঁসি দেওয়া এখনই শুরু করতে হবে। শুধু বাংলায় নয়, গোটা দেশেই কোথাও না কোথাও এই ধরনের ঘটনা রোজ ঘটছে। তাই কেন্দ্রীয় সরকারের উচিত, আরও কঠোর হয়ে ধর্ষকদের ফাঁসির সাজার আইন আনা। তবে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে যে অচলাবস্থা চলছে বলে দাবি করা হচ্ছে, তার ইতি চান দেবও। সেই কারণে তিনিও তাকিয়ে রয়েছেন শনিবারের বৈঠকের দিকে।
শুক্রবার ছিল তাঁর পুজোর ছবি ‘টেক্কা’র ট্রেলারমুক্তি। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে দেবের সঙ্গে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, সৃজা দত্ত-সহ এক ঝাঁক খ্যাতনামী অভিনেতা। অতিথি চরিত্রে দেখা যাবে টোটা রায়চৌধুরীকে। প্রচারে এসে দেব এ দিনও বলেন, “আমরা কেউ চাই না, আমাদের রাজ্যে ও দেশে কখনও আরজি করের মতো ঘটনার পুনরাবৃত্তি হোক। প্রত্যেক মহিলা যেন স্বাধীন ভাবে নিজের মনের মতো করে বাঁচতে পারেন, এটাই চাই।” (Dev, tollywood)