অন্তর্বাস লুকে বরাবরই ভাইরাল দিশা পাটানি, একের পর এক সেলেব যখন নেট দুনিয়ায় ভ্য়াকেশন ট্রিপের ছবি দিতে মগ্ন, তখনই তরতাজা মলদ্বীপে ছুটি কাটিয়েে এসে ভাইরাল দিশা। একাধিক ছবির মাঝে এবার বাটারফ্লাই লুকে অন্তর্বাসের ঝড়ে সকলকে তাক লাগালেন তিনি।
বরাবরই বিকিনিতে স্বচ্ছন্দ দিশা। রবিবাসরীয় সকালে গোলাপি বিকিনি পরে ইনস্টাগ্রামে নতুন একটি ছবি পোস্ট করেছেন দিশা। বেবি পিঙ্ক রঙের বিকিনিতে মিঠে রোদের ছটায় চকচক করছে নায়িকার ত্বক। জল থেকে উঠে ভিজে গায়ে ছবি পোস্ট করেছেন তিনি। দিশার এই ছবি নেটমাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
ফিটনেসে দারুণ সচেতন তিনি। এই প্রথম নয়, এর আগেও বিকিনিতে দেখা গিয়েছে তাঁকে। প্রায়ই সুইমস্যুটে নিজের ওয়েল টোনড ফিগারের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি। বিকিনি হোক কিংবা মনোকিনি, দিশা পাটানি ঝড় তোলেন যে কোনও লুকে।
২০১৯ সালে শুরু থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন দিশা পাটানি। তাঁর একের পর এক পোস্ট হয়ে উঠেছিল ভাইরাল। নেট দুনিয়ায় হট লুকে দিশা অন্তবাসে পোজ দিয়ে একাধিকবার বিতর্কেও জড়িয়েছিলেন। তাতে থোরাই কেয়ার। দিশার বোল্ড লুকে ভরতে থাকে সোশ্যাল পাতা।