মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফেসবুকে অশালীন মন্তব্য। সেই অভিযোগেই গোয়া থেকে গ্রেফতার করা হল রোদ্দুর রায়কে। এর আগেও বহু বার বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি। কিন্তু তাঁর পুরো পরিচয় অনেকেরই জানা নেই।
- আসল নাম অনির্বাণ রায়। তিনি আদতে নয়ডায় কর্মরত এক আইটি কর্মী।
- রামনগর কলেজ থেকে তিনি স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেন। গিটার বাজাতে পারদর্শী রোদ্দুর কিছু দিন ডিজে হিসাবেও কাজ করেছেন।
- রোদ্দুর রায় গবেষক হিসাবেও কাজ করেছেন। তার গবেষণার বিষয়বস্তু চেতনা বিজ্ঞান। অনেকের মত, তিনি যে ভাষা প্রয়োগ করেন এবং যে ধরনের গানবাজনা করেন, তা তাঁর গবেষণার অঙ্গ।
- মনোবিজ্ঞানের উপর একটি বইও লিখেছেন রোদ্দুর রায়। সেই বইয়ের নাম ‘অ্যান্ড স্টেলা টার্নস এ মম’।
- রোদ্দূর রায় বাংলায় একটি উপন্যাসও লিখেছেন। তার নাম – ‘মোক্সা রেনেসাঁ’। তিনি নিজেকে ‘মোক্সা ঘরানা’র প্রতিষ্ঠাতা বলেও দাবি করেন।
- রোদ্দুর হলেন কলকাতার লিটল ম্যাগাজিন আন্দোলনের পরিচিত একটি মুখ।
আরও পড়ুন: ‘তুমি ফিরে এসো!’ আবেদন গুলজারের, মুক্তি পেল KK-র শেষ গান ‘ধুপ পানি বেহনে দে’
- কবিতাও লেখেন। তবে তাঁর কবিতা বা কবিতার বইয়ের নামগুলো শুনলে একটু ভ্রু কুঞ্চিত হয় বৈকি! আর সেই সব কবিতার বইয়ের নাম নিতে গিয়ে প্রথমেই মাথায় আসবে রোদ্দুরের ‘চরম ক্যাওড়’-র কথা, যেখানে তিনি ‘ক্যালানের মত ঠ্যাং তুলে’, ‘গান্ডুরা কেন গাঁজা খায়’ ইত্যাদি কবিতা লিখেছেন।
- নিজেকে ‘বিশ্যোকোবি’বলে দাবি করে থাকেন তিনি।
- এর আগে রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল ইসলামের গানের প্যারোডি গেয়ে সব সময়ে বিতর্কে ছিলেন রোদ্দুর। তাঁকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি রবীন্দ্রবিরোধী কি না? নাকি তিনি রাবীন্দ্রিকতা বিরোধী? উত্তরে রোদ্দুর বলেছিলেন, ‘দাদুর প্রতি আমার অসীম প্রেম।’ তাতেও চটে যান রবীন্দ্রপ্রেমীরা।
- ২০২০সালে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবে বিশ্ববিদ্যালয় গমগম করে উঠল রোদ্দুরের তৈরি প্যারোডি ‘** চাঁদ উঠেছিল গগনে!’ কয়েকজন ছাত্র-ছাত্রী আবার নিজেদের পিঠেই রং দিয়ে লিখেলেন, রোদ্দুর রায়ের সেই ‘বিকৃত’ গানের লাইন। বিস্তর বিতর্ক হয়। ক্ষমাও চাইতে হয় সেই ছাত্র-ছাত্রীদের। জল এতদূর গড়ায় যে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগও করতে হয়।
- হালে রূপঙ্করকে নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সেই নিয়ে বিতর্ক ছিল চরমে। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী সম্পর্কে তাঁর মন্তব্য নিয়েও জলঘোলা হয়েছে। সেই সূত্রেই গ্রেফতার তিনি।
আরও পড়ুন: Shehnaaz Gill: পুলে আগুন লাগালেন শেহনাজ! নয়া লুকে ফিদা নেটিজেনরা