আরজি কর কাণ্ড নিয়ে অসংবেদনশীল মন্তব্য করার অভিযোগ উঠেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি একে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে উল্লেখ করে বিতর্কে জড়িয়েছিলেন। এর পরে তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় প্রতিবাদ মিছিলের আয়োজন করেন, তাতে হেঁটে বিচার চেয়েছিলেন সৌরভ। অনেকেই বলেছিলেন, বিতর্ক ঢাকতে এই মিছিলের আয়োজন। কিন্তু চিকিৎসক তরুণীর মৃত্যুর একমাসের মাথায় বেফাঁস মন্তব্য করলেন ডোনাও। তিনি বলেন, ‘রেপ-টেপ সব জায়গাতেই হয়ে থাকে…।’
সোমবার পূর্ব বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চেবিধায়ক খোকন দাসের উদ্যোগে নৃত্য উৎসবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌরভ জায়া ডোনা গঙ্গোপাধ্যায়। এ দিন, সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে সর্বপ্রথম মুখ খোলেন এই নৃত্যশিল্পী। চিকিৎসকদের কাজে ফেরা প্রসঙ্গে সুপ্রিম নির্দেশ নিয়ে ডোনা বলেন,‘এত লোক অসুস্থ হয়ে যাচ্ছে, অনেকে প্রাণ হারাচ্ছে। লোকের অসুস্থতা তো আর কমছে না। এটা তো আমাদের কর্তব্য। যেটা হয়েছে, রেপ-টেপ সব জায়গাতেই হয়। কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে?’
ডোনা আরও বলেন, ‘সব মানুষ প্রতিবাদ করছে, এটা আমাদের বাংলার গর্ব। একদিকে ব্যাপারটা দুঃখের, তবে সব শ্রেণির মানুষ এসে প্রতিবাদ করছে। আমরা আজকেও তাসের দেশ করলাম, সেটাও একটা রবীন্দ্রনাথের প্রতিবাদের সুর। আশা করছি তাড়াতাড়ি জাস্টিস পেয়ে যাব।’ এর পরে অনুষ্ঠান প্রসঙ্গে ডোনা আবার বলেন, ‘আজকে মনটা খুব আনন্দিত, এত বড় নাচের অনুষ্ঠান।’ তার পরে দাবি করেন, সুপ্রিম কোর্টের ঘটনাক্রম নিয়ে বিশেষ কিছু জানেন না তিনি, সে কারণেই বিস্তারিত কথা বলেননি ডোনা।
সোশ্যাল মিডিয়ায় তাঁর এই মন্তব্যের জন্য সৌরভ-পত্নীকে ট্রোলড হতে হয়। তবে এবার ট্রোলারদের পাল্টা দিয়ে ডোনা বলেছেন, ”আমি পাগল নই যে রেপ সমর্থন করব। আমি নারী, আমারও মেয়ে আছে, আমিও একজন মা। আমি নিজের মতো করে প্রতিবাদেও সামিল হয়েছি। কারও যদি মনে হয় অন্য এক নারীকে ছোট করে খুশি হবেন, তাহলে তাদের চিকিৎসার প্রয়োজন।”