Dua Lipa's Levitating X Woh Ladki Jo meme mashup goes viral on internet

Dua Lipa: ডুয়া লিপার কণ্ঠে শাহরুখ খানের গান! ভিডিও দেখে উচ্ছাস সুহানার

গত ৩০ নভেম্বর মুম্বইতে ছিল ডুয়া লিপার কনসার্ট। সেখানেই এক অনন্য মুহূর্তের সাক্ষী থাকল দর্শকরা। তাঁর পারফরম্যান্স দেখতে আম্বানিদের পাশাপাশি একাধিক তারকা গিয়েছিলেন। গানের মাঝে হঠাৎই বেজে উঠল বলিউড বাদশা শাহরুখ খানের গান। কিং খান বলে কথা! এদেশ তো বটেই, বিদেশেও বাদশার অনুরাগীর সংখ্যা কম নয়। তাই ভারতবর্ষে কনসার্ট করতে এসে ডুয়া লিপা গাইলেন শাহরুখের গানের ‘ম্যাশআপ’। তাতেই উচ্ছ্বসিত বাদশাকন্যা সুহানা খান।

ব্রিটিশ গায়িকা ডুয়া লিপার সারা বিশ্বে জনপ্রিয়তা। সাতটি ব্রিট অ্যাওয়ার্ডের পাশাপাশি তিনটি গ্র্যামি পুরস্কার রয়েছে তারকার ঝুলিতে। ভারতে লিপা আসেন জোমাটো ফিডিং ইন্ডিয়া কনসার্টের জন্য। শনিবার মুম্বইয়ে তাঁর পারফরম্যান্স দেখতে আম্বানিদের পাশাপাশি একাধিক তারকা গিয়েছিলেন। মঞ্চে ডুয়া লিপার শাহরুখ স্পেশাল পারফরম্যান্সের সাক্ষী থাকলেন সকলেই।

আসলে ডুয়ার গান ‘লেভিট্যাটিং’-এর সঙ্গে শাহরুখের ‘বাদশা’ সিনেমার ‘ওহ লড়কি’ গানটি মিশিয়ে ‘ম্যাশআপ’ তৈরি করা হয়েছিল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে,দীর্ঘাঙ্গী পপ তারকার পরনে সিকুইনড্‌ সাদা বডিসুট। পায়ে লম্বা সাদা বুট। খোলা কালো চুল। মঞ্চের সামনে উন্মত্ত জনসমুদ্র সুরের হিল্লোলে পা মেলাচ্ছে। ডুয়া লিপা তখন গাইছেন ‘লেভিটেটিং’। কিন্তু তার মাঝে হঠাৎই বেজে উঠল শাহরুখ খানের ছবি ‘বাদশাহ’-এর গান ‘উয়ো লড়কি জো সবসে অলগ হ্যায়’। করতালির ঝড় বয়ে গেল দর্শকদের মধ্যে।  ভিডিয়ো দেখে স্তম্ভিত শাহরুখ-কন্যা সুহানা খানও। সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করলেন সুহানাও। সঙ্গে দিলেন অবাক হওয়ার ইমোজি।

 

View this post on Instagram

 

A post shared by Chandan Mishra (@walkofftheplanet)

এর আগে যখন ভারতে এসেছিলেন শাহরুখের সঙ্গে দেখাও করেছিলেন ডুয়া লিপা। সেই ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে শাহরুখ লিখেছিলেন, ‘আমি নতুন নিয়মে বাঁচার সিদ্ধান্ত নিয়েছিল, আর তা শেখার জন্য ডুয়া লিপার থেকে ভালো আর কেইবা হতে পারে? অসম্ভব ভালো, সুন্দর এক মহিলা, আর কী সুন্দর গান গাইতে পারেন। অনেক অনেক ভালোবাসা রইল। ডুয়া, যদি পারো তাহলে মঞ্চে সেই নাচের স্টেপ করো যা আমি তোমাকে শিখিয়েছি।’