Dunki Teaser: Shah Rukh Khan reevaluates patriotism in Rajkumar Hirani’s bittersweet tale about migrants

Dunki Teaser: ৪ বন্ধু নিয়ে লন্ডনে ‘হার্ডি’ শাহরুখ, ডাঙ্কি-র টিজারে ড্রামা আর কমেডি

বৃহস্পতিবার ৫৮-তে পা দিলেন শাহরুখ খান৷ কিং খান জন্মদিন সকল ভক্তদের কাছে উৎসবের চেয়ে কম কিছু নয়৷ বাদশাকে একঝলক দেখার জন্য জন্মদিনের আগের রাত থেকেই মন্নতের বাইরে অনুরাগীদের ভিড় জমে৷ তিনিও নিরাশ করেন না ভক্তদের৷ কখন আসবেন কিং খান? ভক্তদের টানটান উত্তেজনার মধ্যেই মধ্যরাতে ব্যালকনিতে এসে হাজির শাহরুখ খান৷ তবে এবার তিনি রিটার্ন গিফটও দিয়েছেন সমস্ত অনুরাগীদের৷

সকাল থেকে শাহরুখের উপহার পাওয়ার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা৷ যেমন কথা ঠিক তেমন কাজ৷ সকাল সকাল সকলকে চমকে দিয়ে প্রকাশ্যে এল ডাঙ্কি-র টিজার৷ রাজকুমার হিরানি-র ছবির ১.৪৮ মিনিটের টিজার প্রকাশ্যে আসতেই উত্তেজনা তুঙ্গে দর্শকদের৷ হার্ডির প্রথম ঝলকে চোখ আটকে গেছে ভক্তদের৷

আগে থেকেই খবর ছিল উদ্বাস্তু সমস্যাকে ফোকাস করবে রাজকুমার হিরানির ছবি। প্রথম দৃশ্যে দেখা গেল মরুভূমির মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে ৬ জন। একাবের প্রথমে শাহরুখ খান। দলে রয়েছে এক মহিলাও। হঠাৎই গুলি ছুটে আসে।  এরপরের প্রেক্ষাপট পঞ্জাবের। যেখানে দেখা যাচ্ছে এক পরিবার তাঁদের ছেলেকে বলছে ইংল্যান্ডে গেলেই মারা যাবে তার ঠাকুমা। ছেলেটি ডাক্তার। গলায় তার ঝোলানো স্টেথোস্কোপ। এরপর দেখা মারা যায় তাঁর ঠাকুমাই।

এরপরেই সিনে এন্ট্রি নেন শাহরুখ খান। মস্তিখোর, বন্ধুরাই যার পরিবার। নাম হার্ডি। আর তার চার বন্ধু মানু (তাপসী পান্নু), বগ্গু (বিক্রম কোচার), বাল্লি (সুনীল গ্রোভার), সুখী (ভিকি কৌশল)। আর হার্ডির এই চার বন্ধুই যেতে চায় লন্ডন। আর এই সিদ্ধান্তই বদলে দেয় তাঁদের জীবন।

চলতি বছরে ‘পাঠান’ এবং ‘জওয়ান’ দুই ছবিতেই অ্যাকশন অবতারে বড় পর্দায় হাজির হয়েছিলেন শাহরুখ। তবে এই ছবিতে তিনি কিন্তু দিক পরিবর্তন করলেন। রাজকুমার হিরানির ছবি মানেই সেখানে হাস্যরসের মোড়কে অনেক কঠিন বিষয়কে তুলে ধরা হয়। ‘ডাঙ্কি’-র টিজ়ার ইঙ্গিত দিচ্ছে, ছবিতে দেশপ্রেম এবং জীবন নিয়েও প্রয়োজনীয় বার্তা থাকবে। ছবির টিজারকে নির্মাতারা ‘ড্রপ ওয়ান’ বলে উল্লেখ করেছেন। এর পরে আসবে দ্বিতীয় ভাগ। ছবির টিজার সমাজমাধ্যমের পাতায় পোস্ট করে শাহরুখ লিখেছেন, ‘‘কয়েক জন সাধারণ মানুষের জীবনের স্বপ্নপূরণের গল্প। বন্ধুত্ব, ভালবাসা, একতার মোড়কে এমন এক সম্পর্ক, যার নাম বাড়ি।’’

শাহরুখের ‘পাঠান’ বিশ্ব জুড়ে ১ হাজার কোটি টাকার ব্যবসা করেছিল। ‘জওয়ান’ তা ছাপিয়ে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার ব্যবসা করেছে। অনেকেরই ভাবনা ছিল, ‘ডাঙ্কি’ কি সেই প্রত্যাশা পূরণ করতে পারবে? কিন্তু টিজার দেখার পর অনুরাগীদের বিশ্বাস, আগামী বড়দিনে ‘ডাঙ্কি’-র মাধ্যমে শাহরুখ অতীতের যাবতীয় নজির তছনছ করে দেবেন।