দার্জিলিং জমজমাট। রহস্য, রোমাঞ্চ ও নিখাদ হাসির ফোয়ারা নিয়ে আসছে ‘দ্য একেন’ (The Eken)। টোকেন ছাড়াই ওয়েব প্ল্যাটফর্ম থেকে বড়পর্দায় এন্ট্রি নিয়ে ফেলেছেন ‘একেনবাবু’ অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী । জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত ছবির টিজার আগেই প্রকাশ্যে এসেছিল। এবার প্রকাশিত হল ট্রেলার।
শুক্রবার সিনেমার ট্রেলার মুক্তি পেতেই ভূয়ষী প্রশংসা করেছেন একেনবাবু ভক্তরা। গল্পটা কীরকম? ‘দ্য একেন’-এর ট্রেলারেই মিলল ঝলক। পাহাড়ি ঘন জঙ্গলে হঠাৎ-ই এক খুন হয়ে যায়। আর ঠিক এই সময়েই দুই ছায়াসঙ্গীকে নিয়ে দার্জিলিংয়ে বেড়াতে যান একেনবাবু। ঘোরাফেরা খাওয়া-দাওয়া, আড্ডার মাঝেই তাঁর কাছে চলে আসে গোয়েন্দাগিরির সুযোগ।
দার্জিলিংয়ে আয়োজিত এক অ্যান্টিক এক্সিবিশন থেক উধাও হয়ে যায় বহু বছরের পুরনো এক দুর্মূল্য মূর্তি। শহরে একেনবাবুকে দেখেই তাঁর কাছে সেই মূর্তি উধাও রহস্য সমাধানের আবদার করে বসেন এক মহিলা। যিনি কিনা ওই দুর্মূল্য মূর্তির মালকিন। ঘুরতে এসে রহস্য সমাধানে প্রথমটায় রাজি না হলেও পরে পরিস্থিতি বুঝে সেই কেস নিতে রাজি হন একেনবাবু। তারপর? বাকি গল্প দেখতে হলে অপেক্ষা করতে হবে ১৪ এপ্রিল অবধি। কারণ, সেদিনই প্রেক্ষাগৃহে বড় ছবির আকারে মুক্তি পাচ্ছে ‘দ্য একেন’।
পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায়। সুজন দাশগুপ্তের কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে ‘দ্য একেন’। মুখ্য ভূমিকায় অবশ্যই অনির্বাণ চক্রবর্তী। তাঁর সঙ্গীর চরিত্রে রয়েছেন সৌমক ঘোষ ও সুহত্র মুখোপাধ্যায়। দুর্মূল্য মূর্তির মালকিনের চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ‘মন্দার’ দেবাশিষ মন্ডল।