Feluda Series: Addatimes Bringing Back Feluda, Jwoto Kando Kathmandute Motion Poster Released

Feluda Series: ফেলুদা এবার কাঠমাণ্ডুতে! প্রকাশ্যে এল মোশন পোস্টার

পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়ের হাত ধরে ফেলুদার যত কাণ্ড কাঠমাণ্ডুতে যে ওটিটি আসছে তা জানাই ছিল। এবার প্রকাশ্য়ে সেই সিরিজের মোশন পোস্টার। জনপ্রিয় ওটিটি প্ল্য়াটফর্ম আড্ডাটাইমসে মুক্তি পাবে এই সিরিজ। ১৪ এপ্রিল মুক্তি পাবে এই সিরিজ।

আড্ডাটাইমসের তরফে সদ্যই প্রকাশ্যে আনা হল এই সিরিজের মোশন পোস্টার। সেখানে লেখা হয়, ‘ফেলুদা, তোপসে এবং জটায়ু এবার কাঠমাণ্ডুতে।’ সেখানে হ্যাশট্যাগ ব্যবহার করে লেখা হয় যত কাণ্ড কাঠমাণ্ডুতে, আড্ডাটাইমস, আড্ডাটাইমস এখন জমজমাট, নতুন কনটেন্ট অ্যালার্ট। এখানে ফেলুদার ভূমিকায় থাকবেন টোটা রায়চৌধুরী। গত বছরের নভেম্বর মাসেই ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ পর্বের একটি ট্রেলার প্রকাশ্যে এসেছিল। তাতে ভরত কউল এবং খরাজ মুখোপাধ্যায়কে দেখা গিয়েছে। মগনলাল মেঘরাজের চরিত্রে অভিনয় করেছেন খরাজ।

আরও পড়ুন: Parineeti Chopra-Raghav Chadha: বাগদান হয়ে গিয়েছে পরিণীতি-রাঘবের! শুভেচ্ছা টুইটে ফাঁস তথ্য…

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসেই মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত ‘ফেলুদা ফেরত’ সিরিজের ‘ছিন্নমস্তার অভিশাপ’। ওয়েব দুনিয়ার প্রথমবার ফেলুদা অর্থাৎ প্রদোষচন্দ্র মিত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন টোটা। তোপসের চরিত্রে অভিনয় করেছেন কল্পন মিত্র (Kalpan Mitra)। আর জটায়ু হয়েছেন অভিনেতা অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti)। পরিচালকের পাশাপাশি তিন অভিনেতাই প্রশংসিত হয়েছিলেন আগের পর্বগুলিতে। এবার কাঠমাণ্ডু সফরের প্রতীক্ষায় দর্শকরা।

তবে কেবল ফেলুদা নয় আরও একগুচ্ছ কনটেন্টের ঘোষণা করল আড্ডাটাইমস। ১৪ এপ্রিল প্রথম শো মুক্তি পাবে এই ওটিটি প্ল্যাটফর্মে। অভিনন্দন দত্ত পরিচালিত সিরিজ অমৃতের সন্ধানে দ্য বেনারস চ্যাপ্টার দেখানো হবে প্রথমে। সেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে চন্দন রায় সান্যাল, সৌরসেনী মৈত্র, প্রমুখকে। এছাড়া মে মাসে আসছে জেন্টলম্যান। এটির পরিচালনা করেছেন কোরক মুর্মু। এখানে জয় সেনগুপ্ত, মীর আফসার আলি, প্রমুখকে দেখা যাবে। এছাড়া আগামীতে আমেরিকান সেন্টার অ্যাটাক, অভিশপ্ত, নন্দিনী, পেত্নী, প্রেমে পড়া বারণ, ইত্যাদি মুক্তি পেতে চলেছে। আসছে একাধিক সিনেমাও, যার মধ্যে আছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাবেরী অন্তর্ধান, কোয়েল মল্লিকের মিতিন মাসী, পরমব্রত চট্টোপাধ্যায়ের সাগরদ্বীপের জকের ধন, ইত্যাদি।

আরও পড়ুন: Priyanka Chopra-Karan Johar: করণ জোহরকে দেখেই জড়িয়ে ধরলেন প্রিয়াঙ্কা,পাল্টিবাজ বলল নেটপাড়া