স্বাধীনতা দিবসে(Independence Day) প্রকাশ্যে এল ফাইটার(Fighter)-এর মোশন পোস্টার(Motion Poster)।
সিদ্ধার্থ আনন্দ(Siddharth Anand) পরিচালিত এরিয়াল-অ্যাকশন থ্রিলার ফিল্মের(Aerial Action Thriller Film) নতুন ঝলক যে মঙ্গলবারই প্রকাশ্যে আসতে চলেছে এমনটা কিন্তু গতকালই জানিয়েছিলেন হৃতিক-দীপিকারা(Hrithik Roshan & Deepika Padukone)।ছবির পোস্টার(Poster) নাকি টিজার(Teaser) প্রকাশ্যে আসবে সেই নিয়ে রীতিমতো জল্পনা ছিল নেটদুনিয়ায়।অবশেষে স্বাধীনতা দিবসে উপলক্ষে মুক্তি পেল ফাইটার-এর মোশন পোস্টার।হৃতিক রোশন ও দীপিকা পাডুকোন ছাড়াও ছবিতে মুখ্যভূমিকায় অভিনয় করেছেন অনিল কাপুর(Anil Kapoor)।ফাইটার-এর তিন তারকাই রয়েছেন এয়ারফোর্স অফিসারের ভূমিকায়।আগামী বছর ২৫ জানুয়ারি বড়পর্দায় মুক্তি পাবে ফাইটার।
মোশান পোস্টার শেয়ার করে দীপিকা পাড়ুকোন ইনস্টাগ্রামে লিখলেন, ‘আমাদের গৌরবময় দেশের জন্য স্যালুট। ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ফাইটার আসছে সিনেমাহলে। ২০২৪ সালের ২৫ জানুয়ারি। #SpiritOfFighter #SiddharthAnand।’ এই পোস্টে অনিল কাপুর আর হৃতিক রোশনকেও ট্যাগ করেন দীপিকা।
আরও পড়ুন: Ali Sethi: ‘পাসুরি’ খ্যাত গায়ক আলি শেঠির সমপ্রেমী বিয়ের জল্পনা! নেটপাড়ায় শুরু হইচই
ভিডিয়ো শুরু হয় রানওয়ের একটি দৃশ্য দিয়ে। প্রথমে উন্মোচন করা হয় হৃতিক রোশনের লুক। ভারতীয় বায়ু সেনার পাইলটের লুকে দেখা দেন হৃতিক। এরপর দীপিকাকে দেখা যায় ইউনিফর্ম পরে রানওয়ে ধরেই হেঁটে আসতে। এক ঝলক দেখা মেলে অনিল কাপুরের। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘সুজলং সুফলং’।
প্রসঙ্গত, সিদ্ধার্থ আনন্দই ছিলেন কিন্তু শাহরুখ খান-দীপিকা পাড়ুকোনের পাঠান ছবির পরিচালক। যে সিনেমা বক্স অফিসে ১০০০ কোটির ব্যবসা করে বিশ্বজুড়ে। অ্যাকশন সিনেমায় হৃতিক লা জবাব। পাঠানে দীপিকাও নিজেকে অ্যাকশন স্টার হিসেবে প্রমাণ করেছেন। আর অনিল কাপুরের করিশ্মা তো তরুণ নায়কদেরও ঘোল খাইয়ে দিতে পারে। তাই এই ত্রয়ীকে নিয়ে আলাদা প্রত্যাশা থাকলই।
আরও পড়ুন: Nick Jonas: মঞ্চ মাতাচ্ছেন প্রিয়াঙ্কার স্বামী, হঠাৎ ব্রা ছুড়ে দিলেন ভক্ত! দেখুন ভাইরাল ভিডিয়ো