Gautam Haldar: Vidya Balan Is Coming To Kolkata After Getting The Death News Of Goutam Halder

Gautam Haldar: প্রয়াত গৌতম হালদার, প্রথম পরিচালকের মৃত্যু শুনেই কলকাতায় বিদ্যা

বাংলা চলচ্চিত্র জগতে দুঃসংবাদ। প্রয়াত হলেন পরিচালক গৌতম হালদার। বিদ্যা বালানের প্রথম ছবি ‘ভাল থেকো’র পরিচালনা করেছিলেন গৌতম। ৮০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পরিচালক। জানা গেছে শুক্রবার সকালে আচমকাই অসুস্থ বোধ করায় তাঁকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন পরিবারের সদস্যরা। মাঝপথেই তাঁর মৃত্যু ঘটে।

গৌতমের হালদারের হাত ধরেই বড়পর্দায় পা রাখেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। বিদ্য়া অভিনয় করেন ‘ভালো থেকো’ ছবিতে। গৌতম হালদারের এই ছবিতে বিদ্যা ছাড়াও অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্য়ায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদারের মতো অভিনেতারা।

২০০৩ সালে বিদ্যা অভিনীত ‘ভাল থেকো’ মুক্তি পায়। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জন্মদিন’ গল্প অবলম্বনেই তৈরি হয়েছিল এই ছবি। ছবিতে বিদ্যার নাম ছিল আনন্দী। তাঁর সাদামাঠা নিখুঁত অভিনয়ই বিদ্যাকে খুলে দিয়েছিল এক নতুন দরজা। আজ তিনি বিশ্বমানের, কিন্তু শিকড় যে নায়িকা ভুলে যাননি সে প্রমাণই যেন মিলল।পরিচালকের শেষকৃত্যে অংশ নিতে দেখা যাবে তাঁকে, জানা যাচ্ছে এমনটাই।

তবে শুধুই সিনেমা নয়, নাট্যজগতের উজ্জ্বল তারা ছিলেন গৌতম হালদার। একই সঙ্গে অভিনয় ও নাট্য পরিচালনায় দক্ষতা ছিল তাঁর। গৌতম হালদারের রক্তকরবী নাটকটি জনপ্রিয়তা শীর্ষে ছিল।