Grammys 2022: Indian-American singer Falguni Shah wins Best Children’s Music Album

Grammys 2022: শিশুদের জন্য গান গেয়ে গ্র্যামি পুরস্কার জিতলেন আমেরিকা প্রবাসী ভারতীয় গায়িকা ফাল্গুনী শাহ

গ্র্যামি পুরস্কারে (Grammys 2022)  সেরার শিরোপা  ছিনিয়ে নিলেন ভারতীয় বংশোম্ভূত মার্কিন গায়িকা ফাল্গুনী শাহ (Falguni Shah)।শিশুদের মিউজিক বিভাগে গান গেয়ে জিতে নিয়েছেন ‘আ কালারফুল ওয়ার্ল্ড ‘অ্যাওয়ার্ড (A Colorful World)।

ফাল্গুনির জন্ম মুম্বইতে তবে তিনি বর্তমানে থাকেন নিউইর্য়কে ৷ নিজের এই সাফল্যের পর ইনস্টাগ্রামে অ্যালবামের রেকর্ডিং সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন এই গীতিকার এবং গায়িকা (Indian American singer Falguni Shah wins Grammy)৷একইসঙ্গে তিনি লেখেন, “আজ যে ম্যাজিকটা ঘটে গেল বর্ণনা করার ভাষা আমার নেই ৷ গ্র্যামির এই প্রিমিয়ারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশেন করা এবং তারপর এ কালার ফুল ওয়ার্ল্ডের পিছনে যাঁদের পরিশ্রম রয়েছে তাঁদের সকলের পক্ষ থেকে এই মূর্তিটিকে (গ্র্যামি পুরস্কার ) ঘরে নিয়ে যেতে পারা সত্যি ভীষণ সম্মানের ৷ ” এর আগেও 2018 সালে তাঁর অ্যালবাম ‘ফালুর বাজার’ গ্র্যামির জন্য মনোনয়ন পেয়েছিল৷

আরও পড়ুন: Happy Birthday Anupam Roy: ৪১ পা অনুপম রায়ের, রইল সেরা ১০ গানের তালিকা

গানের জগতে ফালু নামেই জনপ্রিয় ফাল্গুনী। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই গান নিয়ে নানারকম এক্সপেরিমেন্ট করে থাকেন তিনি। ২০০৭ সালে প্রথম মুক্তি পায় ফাল্গুনীর নিজস্ব অ্যালবাম। লোকগীতির সঙ্গে পাশ্চাত্য সংগীতের ফিউশন ফাল্গুনীর গানের বিশেষত্ব।  সংগীতপ্রেমীদের কাছে আগে থেকেই তা জনপ্রিয়। শুধু তাই নয়, খ্যাতনামা সংগীত পরিচালক এ আর রহমানের সঙ্গেও কাজ করেছেন ফাল্গুনী।

তবে শুধু ফাল্গুনী নয়, সেরা নিউ এজ অ্যালবামের জন্য গ্র্যামি পেলেন ভারতীয় সংগীত পরিচালক রিকি কেজ। ‘ডিভাইন টাইডস’ আলবামের জন্যই এই পুরস্কার জিতলেন রিকি।

আরও পড়ুন: Abhisekh Chatterjee: অভিষেকের পারলৌকিক কাজ করলেন স্ত্রী সংযুক্তা, শ্রাদ্ধে হাজির প্রতীক-অঙ্কুশ-রাজ