এমনিতেই শীত বিদায় নিয়ে তাপমাত্রার পারদ চড়তে লেগেছে। আর এই তাপমাত্রা আরও বাড়িয়ে তুললেন নুসরত জাহান। বুধবার বিকিনিতে ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে চোখ ছানাবড়া অনুরাগীদের।
হলুদ রঙের বিকিনি পরে দেখা গেছে ঈশানের মাম্মা। নুসরতের হাইভোল্টেজে কাঁপছে গোটা নেটপাড়া। হলুদ রঙের বিকিনির উপর একটি নেটের জ্যাকেটে চাপিয়েছেন। ফিনফিনে নেটের জ্যাকেটের ভিতর দিয়ে উঁকি মারছে বক্ষের একাংশ। সাগর পাড়ে রোদ পোহাতে ব্যস্ত অভিনেত্রী। কখন বসে, কখনও দাঁড়িয়ে চোখ সাদা ফ্রেমের সানগ্লাস, খোলা চুলে হট পোজে ভক্তদের পাগল করেছন নুসরত জাহান। ঠোঁটের গাঢ় লাল লিপস্টিকে চোখ আটকে নেটিজেদের।
আরও পড়ুন: আনমোলের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন কৃষ্ণা, আম্বানি পুত্রবধূর পরিচয় জানেন?
গোয়ার ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তিনি। ক্যাপশনে লিখলেন, ‘আমাকে সমুদ্রে ফিরিয়ে নিয়ে চলো’! নতুন বছরের শুরুতেই গোয়া যান নুসরত আর যশ। সেখান থেকে নিউ ইয়ার সেলিব্রেশনের একাধিক ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে এই বিকিনি ফোটো তুলে রেখেছিলেন সযত্নে।
বিতর্ক এবং নুসরত জাহান (Nusrat Jahan) যেন সমার্থক শব্দ। তবে নিন্দুকদের চোখরাঙানিকে মোটেই পাত্তা দেন না সাংসদ অভিনেত্রী । কন্ট্রোভার্সি যেন তার পিছু ছাড়ে না। তবে হাজারো বিতর্কের মধ্যে শিরোনামে কীভাবে থাকতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত যশ দাশগুপ্তের (Yash Dasgupta ) সঙ্গিনী নুসরত জাহান।
গত বছর জুলাইতেই মা হয়েছেন অভিনেত্রী। ছেলের বয়স সবে ৭ মাস। তবে নুসরতের ছিপছিপে শরীর দেখে তা বোঝা দায়। মেদবিহীন শরীরে প্রায়ই ‘সেক্সি’ ছবি শেয়ার করতে দেখা যায় সুন্দরীকে।
আরও পড়ুন: মমতার কাছে গান শুনতে চাইতেন গীতশ্রী? আসল সত্যি লেখা সন্ধ্যা মুখোপাধ্যায়ের আত্মজীবনীতে