How Funny! Hero Alam and Bhuvan Badyakar appear together

How Funny! একসঙ্গে চমক নিয়ে হাজির হিরো আলম ও ভুবন বাদ্যকর

বাংলাদেশে মিউজিক ভিডিওতে অভিনয় করে ভাইরাল হন হিরো আলম। পরে তিনি সিনেমাতেও অভিনয় করেছেন। গান গেয়েছেন। সেদেশের নির্বাচনে অংশ নিয়েছেন। আর পশ্চিমবঙ্গে গানে গানে বাদাম বিক্রি করতে গিয়ে ভাইরাল হন ভুবন বাদ্যকর। তার ‘কাঁচা বাদাম’ গানের তালে তালে ভারত তো বটেই, বিশ্বের নানা দেশের তারকারা নেচেছেন। রাতারাতি খ্যাতি পাওয়া ভুবনকে রিয়েলিটি শোসহ বিভিন্ন অনুষ্ঠানে এখন নিয়মিত দেখা যাচ্ছে।

এবার হিরো আলম ও ভুবন বাধ্যকর এক হলেন। খবরটি দিয়েছেন হিরো আলম নিজেই। ফেসবুকে দুইজনের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‌‘দুই বাংলা কাঁপাতে আসছে হিরো আলম ও ভুবন বাদ্যকর। গান- হাউ ফানি।’

আরও পড়ুন: Grammys 2022: শিশুদের জন্য গান গেয়ে গ্র্যামি পুরস্কার জিতলেন আমেরিকা প্রবাসী ভারতীয় গায়িকা ফাল্গুনী শাহ

করোনা পরিস্থিতি উন্নত হওয়ায় শুক্রবার কলকাতা এসেছেন হিরো আলম।তিনি আগেই জানিয়েছিলেন এবারের কলকাতা সফরে থাকবে একাধিক চমক। অবশেষে আজ শনিবার দুপুরে জানালেন সেই চমকের কথা। হিরো আলম বললেন, ‘আমি কলকাতায় এসেছি ভূবন কাকুর সঙ্গে নতুন একটি গান করতে। অনেকদিন ধরেই কথা চলছিল, কিন্তু তারিখ ঠিক হচ্ছিল না। সবকিছু চূড়ান্ত হওয়ার পরে কলকাতায় এলাম। এই যে এখন লেকটাউনের গিউশন প্রো স্টুডিওতে, গান রেকর্ডিং করছি। ‘

ভূবন বাদ্যকরের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে আলম বলেন, ‘দুইজন দুই বাংলার ভাইরাল। একসঙ্গে হয়েছি, একসঙ্গে গান করছি; এবার একসঙ্গে দুই বাংলায় এই গান ভাইরাল হবে। গানের নাম হাউ ফানি। ’

গানটি লিখেছেন এফ এ প্রীতম। সঙ্গীত পরিচালনা করছেন অজিত সাহিন। গানটি প্রযোজনা করছেন যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়াল৷ ভিডিও নির্মাণ করবেন সালাউদ্দিন গোলদার।

আরও পড়ুন: Dangerous: নয়না-অপ্সরার লেসবিয়ান রোম্যান্সে আপত্তি হল মালিকদের, মুক্তি স্থগিত