রবিবার আমদাবাদে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। ভারত বনাম অষ্ট্রেলিয়া। বিশ্বকাপের উত্তেজনা এই মুহূর্ত গোটা দেশে। সকলেই রবিবারের অপেক্ষায়। ইতিমধ্যেই মোদী রাজ্যে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। চলছে প্রস্তুতি। এর মাঝেই টিম ইন্ডিয়াকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন অভিনেত্রী। এ বার বিশ্বকাপে ভারত জিতলে তিনি নাকি নগ্ন হয়ে দাঁড়াবেন বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে।
বিশাখাপত্তনমের বাসিন্দা তেলুগু অভিনেত্রী রেখা বোজ। তিনি ‘মঙ্গল্যম’, ‘স্বাথি চিনুকু’, ‘রঙ্গিলা’, ‘কালায়া তসময়া নামা’র মতো ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু খুব বেশি খ্যাতি অর্জন করতে ব্যর্থ হন। এখন সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করে ভাইরাল হয়েছেন।
রেখার এই পোস্ট সামনে আসার পর অনেকেই তাঁর সমালোচনার করেন। সস্তা প্রচারের জন্য রেখা এমনটা করেছেন বলে সমালোচনা করেছেন বেশিরভাগ মানুষ। নেটাগরিকদের কেউ লিখেছেন, ‘‘নোংরা মানসিকতা। এগুলো সবই প্রচারের আলোয় থাকার ফিকির।’’ কেউ মন্তব্য করেছেন, ‘‘যদি আপনি এমনটা করেন, আমি আপনাকে নিয়ে পালিয়ে যাব।’’ কেউ আবার অভিনেত্রীর উদ্দেশে লেখেন, ‘‘আপনি এমনটা করলে লোকে আপনার গায়ে পাথর ছুড়বে।’’ কেউ কেউ আবার মজা করে বলেছেন, ‘সব ছেলেরা প্রস্তুত, ভারত অবশ্যই ফাইনাল ম্যাচ জিতবে। বিশাখাপত্তনম সমুদ্র সৈকতে টিকিট বুক করুন।’
২০১১ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জেতে ভারত। সেই সময় এ রকমই মন্তব্য করেন নীল ছবির তারকা পুনম পাণ্ডে। তিনি সেই সময় বলেছিলেন ভারত জিতলেই এমন এক কাণ্ড ঘটাবেন। ভারত সে বছর বিশ্বকাপ জেতে। তবে নিজের দেওয়া কথা রাখেননি পুনম।