সোশ্যাল মিডিয়ায় লাইম লাইটে ‘জওয়ান’ (Jawan)। দেশজুড়ে তো বটেই, এমনকী বিদেশেও শাহরুখ খানের (Shah Rukh Khan) সিনেমা দেখতে দলে দলে হল ভরাচ্ছেন ভক্তরা। বিজয়রথ ছুটছেই। ইতিমধ্যেই হিন্দি সিনেমার জগতে বক্স অফিসে মাইলস্টোন তৈরি করা পারফরম্যান্স এই ছবির। নিজের রেকর্ড নিজেই খানখান করে নতুন মাইলফলক খাঁড়া করছেন শাহরুখ। এবার সর্বোচ্চ সিঙ্গল ডে আয়ের খেতাবও জিতে নিল ‘জওয়ান’।
দেশ-বিদেশের অনুরাগীদের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স ব্রিগেডও ‘জওয়ান’ জ্বরে আক্রান্ত। আট থেকে আশির মুখে বাদশা-বন্দনা। বক্স অফিসে সমস্ত রেকর্ড ভেঙে খানখান করে দিয়েছেন শাহরুখ (Shah Rukh Khan)। উত্তেজনার পারদ গড়িয়েছে KKR টিমের মধ্যেও। আর ‘মালিক’ কিং খানের ‘জওয়ান’ (Jawan) নিয়ে ততোধিক উচ্ছ্বসিত আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক, সুয়শ শর্মারা। এদিকে ফার্স্ট ডে-র শো দেখে আগেভাগেই শিকে ছিঁড়েছেন রিঙ্কু সিং। অতঃপর KKR ‘মালিক’কে নিয়ে টুইটে-টুইটে ছয়লাপ ক্রিকেটারদের।
বক্সঅফিস রিপোর্ট বলছে, শুধু রবিবারই ‘জওয়ান’ যা আয় করেছে, সেই বিপুল অঙ্কের ব্যবসা আজ পর্যন্ত কোনও হিন্দি সিনেমা একদিনে দিতে পারেনি। রবিবার শুধুমাত্র ভারতেই ৮১ কোটি টাকা আয় করে ফেলেছেন শাহরুখ। আর আন্তর্জাতিক স্তরে তো আরও ধুন্ধুমার ব্যবসা। তার আগে জানুয়ারি মাসে ‘পাঠান’-এর একদিনের আয়ও রেকর্ড গড়েছিল। ৬৮ কোটি টাকার ব্যবসা করে বাদশার কামব্যাক ছবি। তবে এবার ‘পাঠান’-এর সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল ‘জওয়ান’। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট-এর টুইট অনুযায়ী, রবিবার হিন্দি বেল্টে এই ছবির আয় ৬৮.৭২ কোটি টাকা। অন্যদিকে বাকি সমস্ত ভাষায় তাক লাগানো ব্যবসা। ১৪৪.২২ কোটি টাকা।