Jawan: Shah Rukh Khan’s Jawan to release in Bangladesh on the same day

Jawan: অবশেষে মিলল সেন্সর বোর্ডের ছাড়পত্র, আজই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘জওয়ান’

টালবাহানা চলছিল সপ্তাহ খানেক ধরেই। আদৌ কি ভারত ও গোটা বিশ্বের মতো একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত এই ছবি? ৭ সেপ্টেম্বর ‘জওয়ান’ মুক্তির ঘোষণা করার পর থেকেই ঘুরপাক খাচ্ছিল এই প্রশ্ন। অবশেষে মিলল সেই উত্তর। শাহরুখের প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘জওয়ান’কে ছাড়পত্র দিল বাংলাদেশের সেন্সর বোর্ড। বাংলাদেশে ‘জওয়ান’-এর মুক্তিতে আর কোনও বাধা রইল না।

আজ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ‘জওয়ান’। শাহরুখের জ্বরে কাঁপছে গোটা দুনিয়া। আমেরিকা, দুবাইয়ের দর্শক অনুরাগীরাও কিং খানের জাদুতে মোহিত। বাংলাদেশি সংবাদমাধ্যমের দাবি, আগে দুটি স্থানীয় ছবি মুক্তির কথা আগে থেকেই নির্ধারিত ছিল। তাই ‘জওয়ান’ মুক্তি পাবে কিনা, ধোঁয়াশা তৈরি হয়। তবে ৭ সেপ্টেম্বর দিন গড়িয়ে বিকেল হয়ে গেলেও সেন্সর বোর্ডের ছাড়পত্র না পাওয়ার সেই প্রতিশ্রুতি ঘিরে তৈরি হয়েছিল ধোঁয়াশা।

আরও পড়ুন: Dev-Soumitrisha: ‘প্রধান’-এর শ্যুট শুরু করলেন দেব-সৌমিতৃষা, শেয়ার করলেন বিশেষ ছবি

‘জওয়ান’-এর মতো এত বড় মাপের ছবি দেশের সর্বত্র মুক্তি পেলে প্রভাবিত হবে স্থানীয় ছবি ও তার সঙ্গে যুক্ত শিল্পীরা। এই যুক্তি ‘জওয়ান’-এর মুক্তির প্রতিবাদ জানিয়েছিলেন বাংলাদেশের কিছু স্থানীয় শিল্পী। বাংলাদেশি সংবাদমাধ্যম মারফত খবর, প্রতিবাদীদের মধ্যে অন্যতম সে দেশের পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। বাংলাদেশে প্রযোজক সমিতির অলিখিত নিয়ম অনুযায়ী, ইদ ছাড়া একই সপ্তাহে দু’টির বেশি ছবি মুক্তি পায় না বাংলাদেশে।

এ দিকে ৮ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে দু’টি বাংলাদেশি সিনেমা। তাদের মধ্যে একটি দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘সুজন মাঝি’, অন্যটি মুশফিকুর রহমান গুলজারের ‘দুঃসাহসী খোকা’। ৮ সেপ্টেম্বর এই দু’টি ছবির মুক্তি আগে থেকেই নির্ধারিত হয়ে যাওয়ায় চলতি সপ্তাহে আর কোনও ছবির মুক্তি সম্ভব নয় বলেও দাবি করেন দেলোয়ার জাহান ঝন্টুর। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ৭ সেপ্টেম্বর ‘জওয়ান’ মুক্তি পেলে আন্দোলনে নামা ছাড়া আর কোনও উপায় থাকবে না তাঁর কাছে। যদিও সেন্সর বোর্ডের ছাড়পত্র থাকায় ‘জওয়ান’ মুক্তিতে আর কোনও অন্তরায় নেই বলেই খবর বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে।

আরও পড়ুন: Ruplekha Mitra: নুসরতের পর ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডি-র তলব আরও এক নায়িকাকে! কে তিনি?