Jawan Teaser: Shah Rukh Khan Is More Than "Ready" For Atlee's Action-Packed Film

Shah Rukh Khan: কিং খানের ক্ষত বিক্ষত লুকে মাত নেটপাড়া! সামনে এল Jawan -এর ধুঁয়াধার টিজার

স্বমহিমায় ফিরছেন রাজা। কিং খান (Shah Rukh Khan)। পাঠান (Pathan) এবং Dunki-র পর সামনে এল Shah Rukh Khan-এর আরও একটি চর্চিত ছবির টিজার। এতদিন ভক্তরা জানতেন Atlee Kumar-এর ছবিতে কাজ করছেন বাদশা। আজ শুক্রবার সামনে এল ছবির নাম এবং ধুঁয়াধার টিজার। শাহরুখ খানের ক্ষত বিক্ষত লুকে মাত নেটপাড়া।

মুখ-মাথা-হাত জড়ানো ব্যান্ডেজে, ক্ষত একটা চোখেও। সে ব্যান্ডেজও রক্তে ভেজা। যেন কোন যুদ্ধক্ষেত্র থেকে প্রাণ নিয়ে ফিরেছেন সবে। আহত নায়কের হাতেও বন্দুক, নিশানায় স্থির। যন্ত্রাংশ বসানো এক অন্ধকার ঘরে সেই নায়কের সঙ্গী শুধু এক পায়রা। মাঝেমধ্যে বেজে উঠছে টেলিফোন। গোটা আবহ জুড়ে যেন এক ফিসফিসে রহস্যের পরত। সে পর্দা কি সরবে? এই প্রশ্নই উসকে দিয়ে গেল শাহরুখ খানের নতুন সিনেমার ট্রেলার। সিনেমার নাম – ‘জওয়ান’ (Jawan)। দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমারের নির্দেশনায় এই সিনেমায় কিং খানের সঙ্গী অভিনেত্রী নয়নতারা।

আরও পড়ুন: KK Death: ‘তু আশিকি হ্যায়’ থেকে ‘পেয়ার কে পল’, ফাঁকা নজরুল মঞ্চে পড়ে রইল কেকে-র শেষ প্লে লিস্ট

ছবির রিলিজ ডেট দেখে একটা কথা তো বলা যেতেই পারে… ২০২৩ সালটা শুধুই শাহরুখ খানের (Shah Rukh Khan)। শুরুটা হবে Pathan ছবির রিলিজ দিয়ে ২৫ জানুয়ারি। মাঝে ঢুকে পড়ল Jawan। মুক্তির দিন ২ জুন। হিন্দির পাশাপাশি তালিম, তেলেগু, মালায়লম এবং কন্নড় ভাষাতেও মুক্তি পাবে ছবিটি। বছর শেষও হবে কিং খানকে দিয়েই। বছরকে বিদায় জানানোর আগে দর্শক স্বাগত জানাবেন শাহরুখের Dunki-কে। মুক্তির দিন ২২ ডিসেম্বর ২০২৩।

আরও পড়ুন: Sherdil : বাঘের সঙ্গে লড়াই পঙ্কজের! দেখুন ‘শেরদিল’-এর গায়ে কাঁটা দেওয়া ট্রেলার