Jeet: Tollywood actor Jeet announces that he is going to be a father again

Jeet: ফের বাবা হতে চলেছেন জিৎ, স্ত্রীর বেবিবাম্পের ছবি শেয়ার করে ঘোষণা

পুজোর আগেই টলিপাড়ায় একের পর এক সুখবর। কিছুদিন আগেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার অভিনেতা জিৎ (Actor Jeet) দিলেন দ্বিতীয় সন্তানের আসার বার্তা।স্ত্রীর বেবিবাম্পের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে করলেন ঘোষণা।

সবুজ রঙের পোশাকে বিশেষ ‘ম্যাটারনিটি শুট’-এর ছবিতে প্রকাশ্যে মোহনার স্ফীতোদর। ছবি দেখে বোঝা যাচ্ছে, খুব বেশি দিন দেরি নেই। আর কয়েক মাসের মধ্যেই ভূমিষ্ঠ হবে তাঁদের দ্বিতীয় সন্তান। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গেই এই খবর আপনাদের জানাচ্ছি যে আমাদের আরেক সন্তান খুব শিগগিরিই আসতে চলেছে। দয়া করে আমাদের জন্য প্রার্থনা করবেন।”

আরও পড়ুন: Sayantika Banerjee: জায়েদ খানের সঙ্গে হোটেলে ৪ ঘণ্টা! সায়ন্তিকার বিরুদ্ধে অভিযোগ প্রযোজকের

 

View this post on Instagram

 

A post shared by Jeet (@jeet30)

২০১১ সালের ফেব্রুয়ারি মাসে স্কুল শিক্ষিকা মোহনা রতলানিকে বিয়ে করেন জিৎ। আদ্যোপান্ত ফ্যামিলি ম্যান টলিউডের এই সুপারস্টার। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার প্রথম সন্তানের জন্ম হয়। মেয়ের নাম নবন্যা রাখেন জিৎ। এই সুখবর পেয়ে শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে নায়কের মন্তব্য বাক্স। অঙ্কুশ থেকে প্রিয়ঙ্কা দ্বিবেদী সেই তালিকায় কে নেই। বড় পর্দায় প্রথম বার প্রিয়ঙ্কার সঙ্গে জুটি বেঁধেছিলেন নায়ক। অভিনেত্রী লেখেন, “দারুণ খবর। অনেক শুভেচ্ছা তোমাদের।” অঙ্কুশ লিখেছেন “তোমাদের শুভেচ্ছা জিৎদা।”

বাংলা ইন্ডাস্ট্রিতে ২১টি বসন্ত পার করে ফেলেছেন জিৎ। গত দু-দশকের ফিল্মি কেরিয়ারে চড়াই-উতরাইয়ের সাক্ষী থেকেছেন। কিছুদিন আগেই নিজের নতুন ছবি ‘মানুষ’-এর ফার্স্টলুক শেয়ার করেছেন। শোনা গিয়েছে, ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেতা। আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে ‘মানুষ’।

আরও পড়ুন: Parineeti-Raghav Wedding: পিচোলা হ্রদের ধারে শুভ পরিণয়, সাত পাকে বাঁধা পড়লেন রাঘব-পরিণীতি