মুক্তি পেল অমিতাভ বচ্চন অভিনীত ‘ঝুন্ড’-এর টিজার। ১ মিনিট ৩৬ সেকেন্ডের ট্রেলারে কোনও সংলাপ নেই। শুধু মিউজিক আর অভিব্যক্তি।
অভিনেতা এখানে পেশায় প্রফেসর। রাস্তাঘাটে আস্তাকুঁড়েতে থাকা শিশুরা যেখানে দু’মুঠো ভাতের অভাবে ঘুরে বেড়ায়, কিংবা সামান্য পয়সা অর্জনের জন্য খারাপ নেশায় জড়িয়ে যায়, সেই অবহেলিত বাচ্চাগুলোকেই জীবনে বাঁচার রসদ জোগাবেন বিগ বি। ফুটবল পায়ে দৌঁড়ে সমাজের প্রথমসারিতে দাঁড়ানোর পাঠ দেবেন। সিনেমার পর্দায় খুব শিগগিরিই সদলবলে ‘ঝুন্ড’ (Jhund) নিয়ে হাজির হচ্ছেন অমিতাভ। মঙ্গলবার সেই ছবিরই টিজার প্রকাশ্যে এল। যা দেখে নেটদুনিয়া আবারও অমিতাভ বচ্চন ম্যাজিকে মুগ্ধ।
‘ঝুন্ড’ পরিচালনার দায়িত্বে রয়েছেন মরাঠি পরিচালক নাগরাজ পপটলাল মঞ্জুল। ‘সাইরাত’ এবং ‘নাল’ ছবির পরিচালকের ‘ঝুন্ডে’ উঠে এসেছে নাগপুরবাসী ফুটবল কোচ বিজয় বারশের জীবনের গল্প। বস্তিতে বসবাসকারী একদল প্রতিভাবান ছেলেদের নিয়ে একটি ফুটবল দল গড়বেন বিজয়। সেইসব স্লাম ফুটবলারদের ঝুন্ড আসলে কেমনভাবে একজোট হয়ে, একটা টিম হয়ে উঠবে বিজয় বারশের হাত ধরে, তাই ফুটে উঠবে এই ছবিতে।
আরও পড়ুন: হৃদরোগে মৃত্যু ‘মহাভারত’-এর ভীম প্রবীণ কুমারের, জেনে নিন তাঁর জীবনের অজানা কথা
করোনার কারণে, বহুবার সিনেমাটির মুক্তির তারিখ পিছিয়ে দিতে হয়েছিল। তবে অবশেষে, অমিতাভ বচ্চনকে আবার অ্যাকশনে দেখার সময় এসেছে! আপতত, বিগ বি-র হাতে রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য প্রোজেক্ট। অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্রে’ রণবীর-আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অমিতাভ। ‘রানওয়ে ৩৪’ ছবিতে দেখা যাবে অভিনেতাকে।
আরও পড়ুন: Lata mangeshkar: মাতৃভাষার পর বেশি গান সবথেকে বাংলায়, রইল সেরা ১০ বাংলা গানের তালিকা