Kabhi Main Kabhi Tum: Pakistani serial ‘Kabhi Main Kabhi Tum’ makes history!

Kabhi Main Kabhi Tum: শেষ হওয়ার পরেও একের পর এক রেকর্ড গড়ছে এই সিরিয়াল

সদ্য শেষ হয়েছে এই বছর পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ও চর্চিত সিরিয়াল ‘কভি ম্যায় কভি তুম’। সেদেশের সুপারস্টার ফাহাদ মুস্তফা স্তফা এবং হানিয়া আমিরের জুটি জয় করেছে গোটা বিশ্বের দর্শকদের হৃদয়। নজর কেড়েছেন এমাদ ইরফানী এবং নাঈমা বাট ও। কিন্তু শেষ হয়ে যাওয়ার পরেও নিত্য নতুন রেকর্ড গড়ছে এই সিরিয়াল।

ব্লকবাস্টার এই সিরিয়ালটি পরিচালনা করেছেন সেদেশের খ্যাতনামা পরিচালক বদর মেহমুদ। মুস্তফা এবং শারজিনার প্রেমের  গল্পটি লিখেছেন ফরহাত ইশতিয়াক। মূলত ‘বিপরীত মেরুতে থাকা মানুষ আকর্ষণ করে’ থিমের কাহিনীকে আজকের সমাজের উপযোগী করে পেশ করেছিলেন তিনি – যা দর্শক হৃদয় ছুঁয়ে গেছে।

ওই দেশের সবচেয়ে দেখা এবং প্রিয় সিরিয়ালটি পাকিস্তানি নাটকের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করেছে তার অনন্য দর্শকসংখ্যা দিয়ে। জানা গিয়েছে, পাকিস্থানের বাইরে প্রায় ১৫৮ মিলিয়ন দর্শক এই সিরিয়ালটি দেখেছেন । গড়ে প্রতি পর্বে অন্তত ৪৩.৭ মিলিয়ন দর্শক দেখেছেন ‘কেএমকেটি’, যা যে কোনো নাটকের জন্য একটি পর্বে সর্বোচ্চ গড় দর্শকসংখ্যা।

এই বিপুল জনপ্রিয় নাটকটি ইউটিউবে ১.৪ বিলিয়ন ভিউ পেয়েছে। ওই দেশে সর্বাধিক ট্রেন্ডিং সিরিয়াল হওয়ার পাশাপাশি, *MusJeena* তার চার মাসব্যাপী সম্প্রচারের মাধ্যমে সারা বিশ্বের লক্ষ লক্ষ দর্শকের হৃদয় জয় করেছে।

  1. এছাড়াও, *Kabhi Main Kabhi Tum* হল IMDb-তে সর্বোচ্চ রেটেড পাকিস্তানি ড্রামা, যার স্কোর প্রা ৯.২। এছাড়া ওই দেশে ২৪.২ টিআরপি নিয়ে গত তিন বছরের মধ্যে একটি টিভি ড্রামার জন্য সর্বোচ্চ রেকর্ড তৈরি করেছে।