Kailash Kher attacked during concert, bottle thrown at him over demand for Kannada song at Hampi Utsav

Kailash Kher: হিন্দি গান কেন গাইছেন? কর্নাটকে কৈলাস খেরকে লক্ষ্য করে ছোঁড়া হল বোতল

কর্ণাটকে অনুষ্ঠান করতে গিয়ে আক্রান্ত গায়ক কৈলাশ খের। হাম্পিতে চলছিল সেই অনুষ্ঠান। কড়া নিরাপত্তা ভেদ করে জলের বোতল ছুঁড়ে মারা হয় গায়কের দিকে। ততক্ষণাৎ ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। ওই ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে।

২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে হাম্পি উৎসব। তাতেই যোগ দেন কৈলাশ। তাঁর টুইটার অ্যাকাউন্টে শেয়ারও করেছিলেন যে তিনি হাম্পি উৎসবে পারফর্ম করতে যাচ্ছেন। নতুন বিজয়নগর জেলা গঠনের পর এই প্রথম কোনও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হল সেখানে। উদ্বোধন করেছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। কৈলাশ ছাড়াও আমন্ত্রিত ছিলেন আরমান মালিক, বিজয় প্রকাশ, রঘু দীক্ষিতের মতো শিল্পীরা।

আরও পড়ুন: Pathaan : প্রথম দিনেই ‘ব্লকবাস্টার’,সব রেকর্ড চুরমার! কত কোটির ব্যবসা করল ‘পাঠান’?

রিপোর্ট অনুসারে, দুই ব্যক্তি কৈলাশকে কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ করেন। কিন্তু গায়ক শুধু হিন্দিতে গান গাইলে প্রদীপ এবং সুরাহ নামে দুই স্থানীয় লোক নিজেদের দাবিতে গায়কের উপর আক্রমণ করা হয় বোতল ছুঁড়ে। পুলিশ রিপোর্ট অনুযায়ী, দুজনকেই গ্রেফতার করা হয়েছে এবং তাদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। যদিও এখন পর্যন্ত এই গোটা বিষয়ে কৈলাশ খের ও তাঁর দলের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

পদ্মশ্রী সম্মান পাওয়া একজন সংগীতশিল্পীর প্রতি এমন ব্যবহারে ক্ষুব্ধ অনেকে। জানা গিয়েছে, এই ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম প্রদীপ (২২) ও সুরহা (২২)। দু’জনই স্থানীয় বাসিন্দা। ধৃতদের বয়ান রেকর্ড করা হয়েছে। কেন তাঁরা এমন কাজ করেছেন তা জানার চেষ্টা চলছে।

আরও পড়ুন: Sharmeen Akhee: অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভরতি বাংলাদেশি অভিনেত্রী, অবস্থা আশঙ্কাজনক