Kamaal R Khan arrested for 2020 controversial tweets on Irrfan, Rishi Kapoor

KRK Arrest: প্রয়াত ঋষি কাপুর, ইরফান খানকে নিয়ে অবমাননাকর টুইট, মুম্বইয়ে ফিরতেই গ্রেফতার কমল আর খান

গ্রেপ্তার হলেন অভিনেতা ও বলিউড ফিল্ম সমালোচক কমল আর খান (Kaamal R Khan)। মঙ্গলবার মুম্বই বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় কমলকে। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, তাঁকে নিয়ে যাওয়া হবে বোরিভালি আদালতে। ২০২০ সালে প্রয়াত অভিনেতা ইরফান খান ও ঋষি কাপুরকে নিয়ে করা বিতর্কিত টুইটের জেরেই এদিন মালাড পুলিশ গ্রেফতার করে তাঁকে।

যুব সেনা নেতা রাহুল কানালের দায়ের করা অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হলেন কেআরকে। ২০২০ সালের ৩০শে এপ্রিল ঋষি কাপুরের হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানিয়ে, কেআরকে লিখেছিলেন, ‘ঋষি কাপুরের মরা উচিত নয়, কারণ মদের দোকান শীঘ্রই খুলে যাবে’।

প্রয়াত অভিনেতা ইরফান খানকেও কালিমা লিপ্ত করবার চেষ্টা করেছিলেন কেআরকে। সংবাদ সংস্থা পিটিআইকে মুম্বই পুলিশের এক সিনিয়র আধিকারিক জানান, ‘আমরা কেআরকে-র বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি প্রয়াত দুই অভিনেতার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য। ভারতীয় দণ্ডবিধির ২৯৪ এবং অন্য ধারায় মামলা দায়ের হয়েছে’।

আরও পড়ুন: হৃত্বিকের মুখে ‘মহাকাল’ নাম নিয়ে ব্যাপক বিতর্ক! চাপে অ্যাড তুলল zomato

নিজের নামের পাশে অভিনেতা লিখলেও, সিনেপর্দায় তাঁকে খুব একটা দেখা যায় না। সোশ্যাল মিডিয়ায় নিজেকে ফিল্ম সমালোচক হিসেবেই পরিচয় দেন তিনি। মূলত, কথায় কথায় সোশ্যাল মিডিয়ায় নানা টুইট করে বিতর্ক তুলতেই বেশি পছন্দ করেন কমল আর খান। কখনও গোটা বলিউড, কখনও নির্দিষ্ট কোনও তারকাকে নোংরা ভাষায় আক্রমণ করেন কমল। সেই কারণেই বার বার বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।

বলিউড তারকাদের নিয়ে প্রতিদিনই বিষোদগার করেন কামাল রশিদ খান। সলমন থেকে অক্ষয় কিংবা করণ থেকে বিরুষ্কা- তারকাদের আক্রমণ শানাতেই এখন ব‍্যস্ত থাকেন কেআরকে। কেআরকে-র বিরুদ্ধে আদালতে মামলা ঠুকেছিলেন সলমন খানও।

আরও পড়ুন: Pratik-Sonamoni: নতুন অবতারে সোনামণি-প্রতীক! কিন্তু হুমকির জেরে বন্ধ ‘বেহায়া’-র শ্যুটিং