হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। নাকে ব্য়ান্ডেজ। হাতে স্যালাইন। সোশ্যাল মিডিয়ায় নিজেই এমন এক ছবি দিয়েছেন। যা দেখে অনুরাগীরা দুশ্চিন্তায়। কী হয়েছে কাঞ্চনার?
জানা গিয়েছে, বেশ কয়েক দিন আগে নাকে চোট পেয়েছিলেন কাঞ্চনা। সেখান থেকে ক্রমাগত রক্তক্ষরণ হচ্ছিল। যার ফলে হেমাটোমা হয়ে যায়। সেই কারণেই অস্ত্রোপচার করতে হয়। অপারেশনের পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে কাঞ্চনা লিখলেন, ‘অপারেশন ডান’। এই শারীরিক পরিস্থিতির জেরে গত কয়েক মাস ধরেই কষ্ট পাচ্ছিলেন কাঞ্চনা। অবশেষে দুর্ভোগ থেকে মুক্তি। জানালেন, ‘আমি এখন একদম ঠিক আছি’। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি ‘জগদ্ধাত্রী’ খ্যাত অভিনেত্রী। চিকিৎসকদের ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি।
আরও পড়ুন: Priyanka Chopra : প্রিয়াঙ্কা-নিকের কোলে চড়ে মুম্বইয়ে মালতী, মেয়ের মুখ আর লুকোলেন না দেশি গার্ল
টেলিভিশনের পর্দায় জগদ্ধাত্রী সিরিয়ালে নায়িকার সৎমায়ের চরিত্রে দর্শক তাঁকে বেশ পছন্দ করেছে। এছাড়াও, টলিপাড়ায় বেশ পরিচিত মুখ কাঞ্চনা। যোগ দিয়েছিলেন রাজনীতিতেও। দিল্লি গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি। তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দল থেকে বেরিয়ে আসেন কাঞ্চনা। কারণ হিসাবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দলকে যতটা আপন বলে মনে করেছিলেন, দল তাঁকে ততটা আপন করে নেয়নি। তাই কোনও কিছুই একতরফা হতে পারে না বলে তাঁর ধারণা।
আপাতত চুটিয়ে অভিনয় আর সংসার করতে চান। কাঞ্চনার অসুস্থতার ছবি প্রকাশ্যে আসতেই সকলের একটাই প্রার্থনা, যেন তিনি তাড়়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।
আরও পড়ুন: Padma Shri Award 2023: ‘পদ্মশ্রী’-তে সম্মানিত রবিনা টন্ডন, এম এম কিরাবানি