Kannada Actor Sampath J Ram Found Dead in His Home, Police Suspect Suicide

Sampath J Ram Suicide : বিয়ের এক বছরের মধ্যেই আত্মঘাতী টেলি-অভিনেতা

আবারও দুঃসংবাদ টেলি ইন্ডাস্ট্রিতে। প্রয়াত উদীয়মান কন্নড় অভিনেতা সম্পথ জে রাম। বয়স হয়েছিল ৩৫ বছর। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন তিনি। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই নাকি হতাশায় ভুগছিলেন রাম, যে পরিমাণ কাজের আশা করছিলেন তা মিলছিল না কিছুতেই। বাধ্য হয়েই চরম পদক্ষেপ করেন তিনি। গত মাসেই মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘শ্রী বালাজি ফটো স্টুডিয়ো’। ছবির পরিচালক রাজেশ ধ্রুব। সোশ্যাল মিডিয়ায় তিনিই প্রথম এই খবর জানান।

রাজেশ লেখেন, “এভাবে যে ছেড়ে চলে যাবে কিছুতেই বুঝতে পারেনি। আরও কত যুদ্ধ জেতা বাকি ছিল। নিজের স্বপ্ন পূরণ করতে এখনও অনেক সময় বাকি আছে। দয়া করে ফিরে এসো।” অগ্নিসাক্ষী ধারাবাহিকে অভিনয় করেছিলেন রাম। সেই ধারাবাহিকে তাঁর সহঅভিনেতা বিজয় সূর্য বলেন, ‘‘অক্ষয় তৃতীয়ার দিন এমন একটা দুঃসংবাদ শুনব দুঃস্বপ্নেও ভাবিনি। প্রথমে ভেবেছিলাম কেউ মজা করছে। কিন্তু পরে ঘটনাটা জানতে পারি। এককথায় দুঃখজনক।’’ গত বছরই বিয়ে করেন রাম। তাঁর বিবাহিত জীবন সুখেরই ছিল বলে খবর। কেন এভাবে নিজেকে শেষ করে দিলেন রাম সে হিসেব কিছুতেই মেলাতে পারছেন না তাঁর কাছের মানুষেরা।

‘অগ্নিসাক্ষী’তে একসঙ্গে কাজ করেছিলেন সম্পথ জে রাম ও বিজয় সূর্য। বিজয় ই-টাইমসে জানান, ‘অক্ষয় তৃতীয়ার দিন এমন একটা দুঃসংবাদ শুনব দুঃস্বপ্নেও ভাবিনি। শুরুতে ভেবেছিলাম কেউ বুঝি প্র্যাঙ্ক করেছে। অনেককে ফোন করে আমি খোঁজ নিয়ে জানলাম এটা সত্যি। খুবই দুঃখজনক ঘটনা। ব্যক্তিগত ক্ষতি আমার’। মাত্র এক বছর আগেই বিয়ে করেছিলেন অভিনেতা। পরিবারের এক ঘনিষ্ঠা জানান, ‘সম্পথের হাতে তেমন কাজ ছিল না, হয়ত এর জেরেই ডিপ্রেশন ভুগছিল। তাই হয়ত এমন একটা চরম সিদ্ধান্ত নিয়ে ফেলল’।

গত বছরের শেষে হিন্দি টেলি অভিনেত্রী তুনিশা শর্মার আত্মহত্যার ঘটনা ছিল সকলের কাছেই ছিল বড় ধাক্কা। সিরিয়ালের মেকআপ রুমেই আত্মঘাতী হন ডিপ্রেশনের শিকার তুনিশা। গত বছর সেপ্টেম্বরে কন্নড় অভিনেতা রবি নিজের জীবন শেষ করে দেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি, সেই অবসাদের জেরেই সিদ্ধান্ত।