ফের বিতর্কে মার্কিন র্যাপ তারকা কেনি ওয়েস্ট। স্ত্রীর স্নানের ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করলেন। উপলক্ষ্য, স্ত্রী বিয়াঙ্কা সেনসরির জন্মদিন! সঙ্গে ক্যাপশন, ‘জন্মদিনের শুভেচ্ছা প্রিয়’। কেনি-র এ হেন কাণ্ড দেখে নিন্দার ঝড় সমাজমাধ্যমে। স্বল্পদৈর্ঘ্যের সাদা-কালো সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিয়াঙ্কা বাথটাবের মধ্যে নগ্ন হয়ে বসে রয়েছেন। এমন কায়দায় হাঁটু মুড়ে রেখেছেন, যা গোপনাঙ্গ আড়ালে রেখেছে। উন্মুক্ত বক্ষ বিভাজিকা। ভাব-ভঙ্গিমা দেখে নেটাগরিকদের অনুমান, মাদকাসক্ত অবস্থায় রয়েছেন বিয়াঙ্কা।
একসময় বিশ্বের বেস্ট সেলার সংগীত শিল্পীর খেতাব পেয়েছিলেন কেনি। পরে কিম কার্দাশিয়ানকে বিয়ে করে খবরের শিরোনামে আসেন। কিমের সঙ্গে বিচ্ছেদের এক বছরের মধ্যে বিয়াঙ্কার প্রেমে হাবুডুবু খেতে থাকেন ৪৬ বছরের শিল্পী। নিজের নামও বদলে ফেলেছেন তিনি। এখন নিজের পরিচয় ‘ইয়ে’ নামে দেন শিল্পী। তবে অনুরাগীদের কাছে তিনি এখনও কেনি ওয়েস্ট।
২০২৩ সালের জানুয়ারি মাসে জানা যায়। ২৯ বছরের অস্ট্রেলিয়ান আর্কিটেক্ট ও মডেল বিয়াঙ্কা সেন্সুরিকে গোপনে বিয়ে করে ফেলেছেন কেনি। সম্প্রতি বিয়াঙ্কার জন্মদিন ছিল। সেদিনই বাথটবের নগ্ন ভিডিওটি তোলেন পপ তারকা। তা নাকি সোশাল মিডিয়ায় পোস্টও করে দেন। ভিডিও দেখে নেটিজেনদের দাবি, বিয়াঙ্কা সেই সময় নেশাগ্রস্ত ছিলেন। আর সেই সুযোগ নিয়ে ভিডিওটি তোলেন ওয়েস্ট।
এই ভিডিয়োয় কেনির প্রাক্তন স্ত্রী কিম কার্দাশিয়ানের সঙ্গে বিয়াঙ্কার মিল পেয়েছেন অনেকে। যদিও এই চর্চা বহু দিনের যে, কেনি বিয়াঙ্কাকে দ্বিতীয় কিম কার্দাশিয়ান বানাতে চাইছেন। কেউ মন্তব্য করেছেন, “স্ত্রীর নগ্ন ভিডিয়ো প্রকাশ্যে আনা বন্ধ করুন।” কেউ লিখেছেন, “বিয়াঙ্কা সুন্দরী। কিন্তু তাঁর সৌন্দর্য শুধু আপনার চোখের জন্যই থাকুক।” বর্তমান স্ত্রীকে কেনি এমন পোশাক পরতে বাধ্য করেন যা এতটাই উন্মুক্ত যে আশেপাশের মানুষও নাকি অপ্রস্তুতে পড়ে যান!
২০২৩ সালে আবার ইটালির রাস্তায় কেনি ও বিয়াঙ্কার ছবি দেখে চমকে ওঠেন নেটিজেনরা। ‘ন্যুড’ পোশাক পরে কেনির সঙ্গে রাস্তায় হাঁটছিলেন বিয়াঙ্কা। স্তন যুগল ঢেকেছিলেন বালিশ দিয়ে। মনে হচ্ছিল যেন প্রায় নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটছেন ২৯ বছরের মডেল। সে সময়ও ছবি ঘিরে প্রবল বিতর্ক হয়েছিল।