সারা বিশ্ব যেখানে ভুলভুলাইয়া ৩ দেখে ফেলল। সেখানে নিজের নায়ক ছেলের সিনেমাই দেখতে পেলেন না মা! হ্য়াঁ, এমনই কাণ্ড ঘটেছে কার্তিক আরিয়ানের মা মালা তিওয়ারির সঙ্গে। সিনেমার টিকিট কাটার অ্যাপ বুক মাই শোয়ে ঢুকে একটিও টিকিট পেলেন না কার্তিকের মা। তবে এই ঘটনায় কিন্তু একটুও দুঃখ পাননি তিনি। বরং উলটে, বেজায় খুশি তিনি।
দীপাবলিতে মুক্তি পেয়েছে ‘ভুলভুলাইয়া ৩’। প্রথম দিনেই ছক্কা হাঁকিয়েছে কার্তিক আরিয়ান অভিনীত ছবি ‘ভুলভুলাইয়া ৩’। ছবিটি প্রথম দিনেই প্রায় ৩৭ কোটি টাকার ব্যবসা করেছে। মুক্তি পেতেই একের পর শো ‘হাউজ়ফুল’। হিসাব বলছে, ‘সিংহম এগেইন’কে টেক্কা দিয়ে প্রথম সপ্তাহেই নাকি ১০০ কোটির ক্লাবে ছবিটি। শুধু রবিবারই ছবিটি আয় করেছে ৩৩.৫ কোটি টাকা। তার আগের দিন শনিবার ৩৭ কোটি টাকা আয় করেছে ছবিটি। সুতরাং, বক্স অফিসের হিসাব অনুযায়ী, ছবি বেশ ভালোই মন ছুঁয়েছে দর্শকদের।
একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কার্তিক। ভিডিওতে দেখা যাচ্ছে, কার্তিক তাঁর মাকে জিজ্ঞাসা করেছেন, যে কী সমস্যা হয়েছে? সঙ্গে সঙ্গে তাঁর মা বলেন, ‘কোথাও কোনও টিকিটই পাচ্ছি না। আমার খুব ইচ্ছা করছে এই ব্যাপারটা আমি সোশ্যাল মিডিয়ায় লিখি। যে কার্তিকের সিনেমা এখনও আমিই দেখতে পারিনি।’
এটা শোনার পরে অভিনেতা প্রশ্ন করেন, ‘তাহলে তুমি টিকিট কোথা থেকে কাটবে এবার? সিনেমাটা দেখতে কোথায় যাবে?’ উত্তরে তাঁর মা বলেন, ‘আসলে টিকিট যে পাচ্ছি না, সেটাও আমার কাছে বেশ খুশির। মা হিসেবে এর থেকে খুশির কীই বা হতে পারে। এমন সাফল্য তো আনন্দ করার মতোই।’