বাবার হাতেই যৌন হেনস্তার শিকার হয়েছিলেন। বিস্ফোরক এই তথ্য জানালেন অভিনেত্রী তথা রাজনীতিবিদ খুশবু সুন্দর (Khushbu Sundar)। সম্প্রতি জাতীয় মহিলা কমিশনের সদস্য হয়েছেন তিনি। তারপরই এক সাক্ষাৎকারে ছোটবেলার ভয়ংকর অভিজ্ঞতা জানিয়েছেন।
মোজো স্টোরির জন্য বরখা দত্তের সঙ্গে একটি নতুন সাক্ষাৎকারে, খুশবু বলেছেন, ‘আমি মনে করি যখন একটি শিশু নির্যাতিত হয়, তখন এটি শিশুটির মনে সারাজীবনের জন্য ক্ষত তৈরি হয় এবং এটি কোনও মেয়ে বা ছেলের বিষয় নয়। আমার মা সবথেকে অপমানজনক বিবাহের মধ্য দিয়ে গিয়েছেন। একজন ব্যক্তি যিনি তাঁর স্ত্রীকে মারধর করা, তার সন্তানদের মারধর করা, তার একমাত্র মেয়েকে যৌন নির্যাতন করা তার জন্মগত অধিকার বলে মনে করেছিলেন। যখন আমার সঙ্গে দুর্ব্যবহার শুরু হয় তখন আমার বয়স ছিল মাত্র আট বছর এবং আমার যখন ১৫ বছর বয়স তখন তাঁর বিরুদ্ধে প্রথম কথা বলার সাহস পেয়েছি।‘
আরও পড়ুন: Ushna Shah: ‘পাকিস্তানি কনের ভারতীয়দের মতো সাজ-পোশাক কেন?’ কটাক্ষের তোপ অভিনেত্রীকে
তিনি এই বিষয়ে আরও বলেন যে, এই কথা বললে নাকি কেউ তাঁকে বিশ্বাস করবেন না। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার একটাই ভয় ছিল, আমি ভাবতাম মাকে বললে বুঝি মা বিশ্বাস করবে না, কারণ আমি মাকে এমন অবস্থায় থাকতে দেখেছি যেখানে তাঁর অটুট বিশ্বাস ছিল যে যাই হয়ে যাক আমার স্বামী ঈশ্বরতুল্য। কিন্তু যখন আমার ১৫ বছর বয়স হল তখন আমি ঠিক করি যে অনেক হয়েছে আর না। এরপর থেকে আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করি।’
প্রাক্তন তামিল অভিনেত্রী তথা বিজেপি নেত্রী জানান তিনি কোনও চমকপ্রদ তথ্য দেননি। বরং যা বাস্তব, যতটা বাস্তব সেটাই জানিয়েছেন। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি সম্প্রতি আবার এই বিষয় নিয়ে সরব হন।
ANI- অভিনেত্রী বলেন, ‘আমি কোনও চমকানোর মতো কথা বলিনি। আমি যা বলেছি সেটা সত্যি। আর সত্যি বলার জন্য আমি এতটুকু লজ্জিত নই। যিনি দোষ করেছেন, যিনি অপরাধী তাঁর লজ্জা পাওয়া উচিত। আমার অনেক বছর লেগে গিয়েছে এই বিষয়ে সরব হওয়ার জন্য। আমার মনে হয় কোনও মহিলা এমন কিছুর মুখোমুখি হলে তাদের সেই বিষয় নিয়ে কথা বলা উচিত।’
খুশবু সুন্দর একজন অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক। তিনি প্রথমে ডিএমকে-তে যোগ দিয়েছিলেন কিন্তু পরে কংগ্রেসে চলে আসেন এবং দলের মুখপাত্র হন। তিনি শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দেন এবং ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু ডিএমকে-এর এন ইজিলানের কাছে পরাজিত হনNCW
আরও পড়ুন: Hoichoi: প্রচার ছাড়াই মুক্তি পেল অপূর্বর প্রথম ওয়েব সিরিজ, মামলার হুমকি সালমান শাহ`র মায়ের