koel mallick looks stunning in mini off shoulder bodycon dress

Koel Mallick: বডিকন ড্রেসে তাক লাগালেন কোয়েল, শুনলেন ‘অভদ্র’ কটাক্ষ

টলিউডের কুইন নামেই পরিচিত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কোয়েল মল্লিক। বেশ কিছু বছর কোয়েল বড়পর্দা থেকে দূরে রয়েছেন। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ফ্লাইওভার সিনেমায়। এরপর তাঁকে টলিউডে আর কোনও সিনেমায় দেখা যায়নি। এখন তিনি পরিবার নিয়েই ব্যস্ত রয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী বেশ সক্রিয়। মাঝে মাঝেই তিনি তাঁর নিজের ছবি শেয়ার করে থাকেন। তবে সম্প্রতি শেয়ার করা ছবি নিয়ে ব্যাপকভাবে ট্রোলড হতে হল অভিনেত্রীকে।

কোয়েলের পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে অভিনেত্রী পরে রয়েছেন ডিপ ব্রাউন রঙের অফ শোল্ডার শর্ট ড্রেস। এই ড্রেসের ওপর অনেকটা অংশ বড় গোলাপের মতো ডিজাইন করা। এই পোশাকের সঙ্গে তাঁর লুকসকে যথাযথ করতে তিনি বান করে চুল বেধেছেন। পোশাকের উপরিভাগ এবং উরু থেকে পায়ের নীচ পর্যন্ত পুরোটাই খোলামেলা। হালকা মেকআপ ও স্মোকি আইস তাঁর লুকসকে যথেষ্ট বোল্ড করে তুলেছে।

 

View this post on Instagram

 

A post shared by Koel Mallick (@yourkoel)

আরও পড়ুন: Web Series: মুক্তি পেল সুহত্র-দিতিপ্রিয়া অভিনীত ‘ডাকঘর’-এর ট্রেলার, জানুন মুক্তির তারিখ

পলিএস্টারের এই ড্রেসটি বডিকন প্যার্টানেই তৈরি। এই রকম পোশাক মোটেই বেশি কাচা যায় না। তাই খুব সাবধানের সঙ্গে তা ব্যবহার করতে হয়। পলিএস্টারের তৈরি থ্রি ডি ফ্লোরাল মোটিফে কোয়েলকে এতই চমৎকার দেখাচ্ছে যে চোখ ফেরাতে পারছেন না ঋতুপর্ণা থেকে ঐন্দ্রিলা। প্রত্যেকেই কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন ভালবাসায়।

কিন্তু কোয়েলের এই অবতার দেখে রীতিমতো তাঁর এই লুকস নিয়ে ট্রোল করা হয়েছে। অনেকেই লিখেছেন যে অভিনেত্রীকে এই পোশাকে দেখা যাবে তা কোনওদিন তাঁরা ভাবতে পারেননি। তাঁরা থাঁকে ভদ্র মেয়ে হিসাবেই জানতেন। অনেকে আবার লিখেছেন যে এটা তিনি কী ধরনের পোশাক পরেছেন। তবে কোয়েল এইসব কিছুকে পাত্তা দিতে একেবারে নারাজ। বরং তিনি কিছু ট্রোলারদের সমালোচনা তাঁর ছবি থেকে উড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন: Jr Ntr: জুনিয়র এনটি আরের পরিবারে শোকের ছায়া, স্বজনহারা হলেন অভিনেতা