Leena Manimekalai Facing Complain Of Hurting Hindu Sentiments With Poster Of Kaali Netizens Demand Strict Action

Kaali: মা কালীর মুখে জ্বলন্ত সিগারেট, LGBTQ-র পতাকা! তথ্যচিত্র ঘিরে সমালোচনার ঝড়

ফের হিন্দু ভাবাবেগকে আঘাত করার অভিযোগ। এবার কাঠগড়ায় একটি তথ্যচিত্র। যার নাম কালী। পরিচালক লিনা মণিমেকালাই। অবিলম্বে লিনার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর অবস্থান নেওয়ার ডাক উঠেছে নেট দুনিয়ায়।

সম্প্রতি  ডকুমেন্টারি ‘কালী’-এর পোস্টার সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে। পোস্টারে মা কালীর বেশে থাকা অভিনেত্রীর হাতে ধরা সিগারেট এবং একইসঙ্গে তাঁর পিছনে লাগানো LGBTQ-এর প্রাইড মার্চের পতাকাও পোস্টারে স্পষ্ট। গত ২ জুন ২০২২ সালে টুইটারে নিজের ডকুমেন্টারির এই পোস্টার টুইট করেছিলেন। এই পোস্টারে প্রকাশ হওয়ার পরই টুইটারে শোরগোল পড়ে যায়। নেটিজেনদের একাংশ প্রতিবাদে ফেটে পড়েন। লিনা মাণিমেকলেইয়ের (Indian filmmaker Leena Manimekalai)-এর বিরুদ্ধে হিন্দু দেবী মা কালীকে অপমানের অভিযোগ উঠেছে। মূলত, কালীর বেশে থাকাকালীন অভিনেত্রীর ধূমপান করা নিয়ে আপত্তি ওঠে। একইসঙ্গে LGBTQ-এর পতাকা নিয়েও অসন্তুষ্ট নেটপাড়ার একাংশ।

আরও পড়ুন: Aryan Khan: পাসপোর্ট ফেরত দিন! আদালতে আবেদন শাহরুখ-পুত্রের

লিনা তাঁর পোস্টে জানান যে রিদিম অফ কানাডা ভাবনার আধারে এই ছবিটি তৈরি করা হয়েছে। আগা খান মিউজিয়মে যার প্রদর্শিত হবে।  মা কালী-কে যেমন নারী শক্তির এক পবিত্র রূপ বলে মনে করা হয় তেমনি তাঁর সংহারক লোককথা হিন্দুশাস্ত্রে অশুভ শক্তির বিরুদ্ধে তাঁর জয়ের কথা বলে থাকে। এমনকী পোস্টারে এলজিবিটি বা রূপান্তরকারীদের প্রাইড ফ্ল্যাগও দেখা গিয়েছে।

স্বাভাবিকভাবেই হিন্দুদের দেবীকে নিয়ে এমন পোস্টারে বিতর্ক তৈরি হয়েছে এবং হিন্দুত্ববাদীরা একে ধর্মের আবেগে আঘাত বলে মনে করছেন।  নেটদুনিয়ায় হিন্দুত্ববাদীরা প্রবলভাবে লিনার উপরে ক্ষোভ উগড়ে দিয়েছে। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এই মুহূর্তে অ্যারেস্ট লিনা মণিমেকালাই বলে একটি হ্যাসট্যাগও ট্রেন্ড করছে।

আরও পড়ুন: Tarun Majumder Last Rites: শেষ ইচ্ছা মেনে SSKM-এ দেহদান, থাকবে না ফুল-মালা, এমনকি, সরকারি অভিবাদনও