Madhumita sarcar opens up about his acting skil

Madhumita sarcar অভিনয়ের কিছু জানি না’, হঠাৎ কেন বললেন মধুমিতা

মধুমিতা সরকার, সিরিয়াল থেকে শুরু করে ওটিটি, সিনেমা, অভিনয় জগতে দাপটের সঙ্গে কাজ করে চলেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভক্তের সংখ্যাও নেহাতই কম নেই। সেই অভিনেত্রী নিজের প্রসঙ্গে এ কী বললেন? সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছিল সেই ক্লিপিং। নিজে মুখে এ কথা বলেছেন তিনি? অভিনয়টা পারেন না? একেবারেই সত্যি কথা। তবে এখন নয়, মধুমিতা এই মন্তব্য করেছিলেন তাঁর কেরিয়ারের শুরুর প্রসঙ্গে। অভিনয়টা না জেনেই তিনি এই জগতে পা রেখেছিলেন। তারপর সবটা সেট থেকেই শেখা। সঙ্গীত বাংলা-কে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে অভিনেত্রী জানিয়েছিলেন এই কথা। ঠিক কী বলেছিলেন মধুমিতা?

অভিনেত্রীর কথায়,  ‘সিরিয়াল করব কখনও আমি ভাবিনি। আমার প্রথম সিরিয়াল ‘সবিনয়ে নিবেদন’। আমি তার আগে অভিনয়ের কিছুই জানি না। আমি শুধু পোজ দিয়ে দাঁড়াতে জানি। আমার এখনও মনে আছে, যখন আমাদের লুক সেট চলছিল, তার জন্য ছবি তুলছিলাম, তখন সেখানে আমাদের পরিচালক দাঁড়িয়েছিলেন। তিনি বলেছিলেন– মডেলদের মত তুমি পোজ দিও না। কারণ মডেলিং একটা আলাদা পেশা। অভিনয়ের ক্ষেত্রে লুক সেট হলে চরিত্রের মতো করে পোজ দাও। আমি এতটাই শূণ্য থেকে শুরু করেছিলাম।’

রাত দখল নিয়ে যখন গোটা কলকাতা আবেগে ভাসছে, তখন এই শহরের নিরাপত্তার প্রশংসা ধরা পড়েছিল মধুমিতা সরকারের গলায় । অভিনেত্রী দাবি করেন, মধ্যরাতের রাস্তায় তিনি নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছেন। কেউ তাঁর দিকে তাকাচ্ছেন না। কেউ কোনও ভাবে বিরক্ত করছেন না।

মন্দিরে প্রণাম করে মধুমিতা বলেন, “এখন রাত দুটো। এই সময় এমন নির্জন জায়গায় একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। কেউ কিন্তু আমার দিকে ঘুরে তাকাচ্ছে না। লোকজন আছে। পিছন থেকে গাড়ি আসছে দেখেছেন? কেউ আমার দিকে ফিরে তাকাচ্ছে না। এটাই তো চাই আমরা মেয়েরা। তাই তো?”