Manoj Mitra: Veteran Bengali actor Manoj Mitra hospitalised

Manoj Mitra: বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র, এখন কেমন আছেন?

বর্ষীয়ান অভিনেতা ও নাট্যকর্মী মনোজ মিত্র হাসপাতালে ভর্তি। সূত্রের খবর, গত সপ্তাহে অসুস্থ বোধ করার পর অভিনেতাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর বুকে পেসমেকার বসেছে। তবে শিল্পী এখন আগের থেকে অনেকটাই ভাল আছেন। চিকিৎসায় দ্রুত সাড়া দিয়েছেন। চিকিৎসক গৌতম দত্তর তত্ত্বাবধানে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা।

বাংলা ছবির অন্যতম দাপুটে অভিনেতা মনোজ মিত্র। তবে শুধু সিনেমা নয়, সিরিয়াল, শর্টফিল্ম থেকে নাটকের মঞ্চ সবেতেই তুমুল জনপ্রিয় ছিল তাঁর অভিনয়। তবে শুধু অভিনেতা নয়, কলমের জোরও রয়েছে তাঁর। ৮৫ বছর বয়সেও সমান তালে লেখা লেখি করে যাচ্ছেন। তবে অভিনেতাকে আপাতত সিনে পর্দা থেকে দূরেই রয়েছেন। তাঁর অভিনীত ‘বাঞ্ছারামের বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’ আজও মুগ্ধ করে দর্শকদের।

১৯৩৮ সালের ২২ ডিসেম্বর সাতক্ষীরায় (বর্তমানে বাংলাদেশ) জন্মগ্রহণ করেন মনোজ। প্রসঙ্গত, কয়েক বছর আগে যতীন দাস রোডের বাড়ি থেকে বের হতে বাধ্য হয়েছিলেন মনোজ মিত্র। ২০১৮ সালে আদালতের নির্দেশ অনুযায়ী ঘর থেকে অভিনেতার সমস্ত জিনিসপত্র বের করে দেওয়া হয়েছিল। বিগত ৬০ বছর ধরে ওই বাড়িতে ঘরভাড়া ছিলেন মনোজ।