টেসলা মোটরসের (Tesla Motors) কর্ণধার এলন মাক্স (Elon Musk) প্রেমে পড়েছেন।জানা গিয়েছে অস্ট্রেলীয়-হলিউড অভিনেত্রী নাতাশা ব্যাসেট- এর (Australian actress) প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছেন এই বিজনেস টাইকুন।
বেশ কিছুদিন ধরেই এলন মাস্কের (Elon Musk) সঙ্গে নাতাশার (Natasha Bassett) মেলামেশা উঠে এসেছিল পেজ থ্রি-র চর্চার খাতায়। প্রাথমিকভাবে বন্ধুত্বের সম্পর্ক ছিল তাঁদের। কিন্তু গত রবিবার এক সুত্র মারফত জানা যায়, মাস্কের সঙ্গে গ্রিমাসের সঙ্গে বিচ্ছেদের পরই নাতাশার সঙ্গে তাঁর নতুন সম্পর্কের সুত্রপাত। এলন মাস্কের প্রথম স্ত্রী লেখক জাস্টিন মাস্কের পাঁচটি সন্তান রয়েছে। এরপর ব্রিটিশ অভিনেত্রীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন। এরপর কানাডিয়ান গায়িকা গ্রিমাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাস্ক। গ্রিমাস আর মাস্কের তিন বছরের বিবাহিত জীবনে এক বছরের পুত্র সন্তান রয়েছে। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে গ্রিমাসের সঙ্গে সম্পর্কের বাঁধন ছিঁড়ে যায় এলন মাস্কের। তারপরই অস্ট্রেলিয়ান অভিনেত্রী নাতাশা ব্যাসেটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান টেসলার কর্ণধার।
আরও পড়ুন: লম্বা চুল, সাদা দাড়ি! ভাইরাল হওয়া কিং খানের এই ছবির আসল সত্যিটা জানেন?
অতি সম্প্রতি ৫০ বছর বয়সী এলন মাস্কের ব্যক্তিগত জেট ‘গল্ফস্ট্রিম’ এ মার্কিন যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস ছেড়ে যেতে দেখা গেছে ২৭ বছরের নাতাশাকে। সঙ্গে ছিলেন এলন। তবে এখনও পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন নি কেউই।
নাতাশা ১৯৯৭ সালের ২৯ ডিসেম্বার অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেছিলেন। স্কুল জীবনে তিনি অভিনয় শুরু করেন। অভিনয় কেরিয়ার তৈরীর জন্য ১৯ বছর বয়সে নিউ ইয়র্কে চলে আসেন।নাতাশার অন্যতম জনপ্রিয় ছবি তিনি আন্তর্জাতিক মার্কিন পপ গায়িকা ব্রিটনি স্পেয়ার্স এর বায়োপিক ‘ব্রিটন এভার আফটার’ এ নাম ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি তৈরি হয়েছিল ২০১৭ সালে।নাতাশার অন্যান্য জনপ্রিয় ছবির মধ্যে রয়েছে ‘স্পাই ইন্টারভেনশন’, ‘হাউস বাই দ্যা লেক’ ইত্যাদি। নাতাশা শুধু অভিনেত্রী হিসেবে পরিচিত নন। তিনি চিত্রনাট্যের লেখিকা এবং পরিচালিকাও বটে। এরপর নাতাশা ব্যাসেটকে একটি বায়োগ্রাফিক্যাল মুভিতে দেখা যাবে লেজেন্ডারি গায়ক ইভিলস প্রিসলের প্রেমিকা ডিক্সি লোকে-র চরিত্রে।
আরও পড়ুন: Tehran: প্রকাশ্যে ছবির ফার্স্ট লুক, ‘তেহরান’ নিয়ে আসছেন John Abraham