টলিপাড়ায় একসময়ের মোস্ট টকড বিবিএফ (বেস্ট ফ্রেন্ড ফরেভার) জুটি মিমি চক্রবর্তী আর নুসরত জাহান মধ্যে দূরত্ব আসা নিয়ে চর্চা কম হয়নি। দুই ‘বোনুয়া’র আলাদা হয়ে যাওয়া বেশ কষ্টই দিয়েছিল অনুরাগীদের। টলিপাড়ার অন্দরের খবরও বলে একে-অপরকে বেশ কিছুটা এড়িয়ে চলেন তাঁরা। এমনকী কোনও অনুষ্ঠানে মুখোমুখি হলেওএ শুধুই সৌজন্য সাক্ষাৎ। তার বেশি কিছু না।
তবে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে সেই গুজবেই যেন জল ঢাললেন দুই তারকা। পাশাপাশিই দাঁড়িয়ে ছিলেন দু’জন। একে-অপরের সঙ্গে কথাও বলতে দেখা গেল। আর সেই ছবি নিয়েই চর্চা! অনেকেই মনে মনে শান্তি পেয়েছেন যে, যাক বাবা নুসরত-মিমির ঝগড়াটা তাহলে মিটেছে!
আরও পড়ুন: Priyanka Chopra: জুলাইয়ের জুয়েল! নিকের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ৪০-এ পা পিগি চপসের
নুসরতের অন্তসত্ত্বা হওয়ার খবর যখন সামনে আসে, বিতর্কে জর্জরিত হতে থাকেন অভিনেত্রী তখন তাঁর পাশে শ্রাবন্তী, তনুশ্রীকে দেখা গেলেও একবারও নুসরতের সঙ্গে দেখা করেননি মিমি, সেখান থেকেই প্রশ্ন ওঠে তাহলে কী মিমি ও নুসরতের সম্পর্কে চিড় ধরেছে? মিমিকে এই বিষয়ে সরাসরি প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন যে তাঁর ও নুসরতের সম্পর্ক ব্যক্তিগত। তিনি এই বিষয়ে কাউকে সাফাই দিতে চান না। তাঁদের সম্পর্ক আগের মতোই আছে বলে দাবি করেন মিমি।
যদিও এই বিষয়ে মুখ খোলেননি নুসরত। কিছুদিন আগে নুসরতের ছেলে ঈশানের জন্য কিছু উপহারও পাঠিয়েছিলেন মিমি। তবে তাঁদের আগের মতো নানা জায়গায় আর একসঙ্গে দেখা যায়নি। প্রায় এক বছরেরও বেশি সময় পর একসঙ্গে ফ্রেমবন্দি হলেন দুই তারকা।
আরও পড়ুন: নগ্ন হয় ক্যামেরার সামনে Ranveer Singh! বললেন, হাজার লোকের সামনেও পোশাক খুলতে পারি