Mimi Chakraborty shares her experience travelling with emirates she wants apology

Mimi Chakraborty: ‘খাবারে চুল, কেউ ক্ষমাও চাইল না’! এমিরেটস-এর উপর বেজায় চটলেন মিমি

উড়ান সংস্থা পরিষেবা নিয়ে বিভিন্ন সময় সরব হয়েছেন তারকারা। মাঝ আকাশ এক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হলেন মিমি চক্রবর্তী। এ বার এমিরেটস উড়ান সংস্থার কাছে ক্ষমার দাবিতে সরব যাদবপুরের তারকা সাংসদ।

মঙ্গলবার রাতে একটি টুইট করেন মিমি। যেখানে লেখেন, ‘এমিরেটস আমার মনে হয় আপনারা এত বড় হয়ে গিয়েছেন যে যারা আপনাদের সঙ্গে যাত্রা করছে তাঁদের ব্যাপারে ভাবাই বন্ধ করে দিয়েছেন। খাবারে চুল পাওয়া কোনও ছোটখাটো ব্যাপার নয় বলেই আমার ধারণা। আপনাদের টিমকে মেইল করেও কোনও সদুত্তর পাইনি। আপনারা ক্ষমাও চাননি। এই চুলটা বেরিয়েছিল আমার ক্রসোঁ থেকে যা আমি চিবোচ্ছিলাম।’

আরও পড়ুন: Chanchal Chowdhury: চেনা দায়! মৃণাল সেন রূপে ক্যামেরা বন্দী চঞ্চল

নেটিজেনদের বড় একটা অংশ মিমির পাশে এসেই দাঁড়িয়েছেন। একজন লিখেছেন, ‘সত্যি তাই। দিনদিন টিকিটের দাম বাড়ছে আর পরিষেবার মান খারাপ হচ্ছে।’ আরেকজন লিখলেন, ‘মস্কো থেকে দুবাই যাচ্ছিলাম। একটা মশা আমায় কামরায়। আর হাতে গোটা মতো হয়। ওদের প্রধান স্টুয়ার্ডস এসে আমায় ভয় দেখাতে থাকে যে আমি যদি এটা নিয়ে হইচই করি তাহলে আমাকে মস্কো বিমানবন্দরে কোয়ারেন্টাইন করা হবে। আমি এরপর ওঁকে বলেছিলাম এসব ভুলভাল বলে একজন ডাক্তারকে ভয় দেখানো যায় না।’

এখনও পর্যন্ত উড়ান সংস্থার তরফে কোনও যোগাযোগ যে করা হয়নি, তা নিজেই জানান মিমি। সদ্য ৩৪-এ পা দিলেন মিমি। নতুন করে জীবন উপভোগ করছেন নায়িকা। জন্মদিনটা মিমি পালন করেছেন প্যারিসে। সেখানে আইফেল টাওয়ারের উচ্চতাকে ফ্রেমে নিয়ে নিজেকে মেলে ধরার বহুপ্রতীক্ষিত ইচ্ছে এত দিনে পূরণ করলেন মিমি। এই সফরে মিমির সঙ্গী ছিলেন তাঁর ঘনিষ্ঠ এক বান্ধবী। কটা দিন শরীরচর্চা, নিয়ম ভুলে হট চকোলেট, ফ্রেশ ক্রিম, কেকে ডুবেছিলেন নায়িকা। তবে মঙ্গলবারই জানিয়েছেন, তিনি দেশে ফিরেছেন। ইনস্টাগ্রামে বাড়ি ফিরে ছবিও দেন মিমি।

আরও পড়ুন: Hoichoi: নারী দিবসে অন্য শুভশ্রী, হইচইতে আসছে ‘ইন্দুবালার ভাতের হোটেল’