Mirzapur: Mirzapur The Film announced, Pankaj Tripathi returns as Kaleen bhaiya

Mirzapur: ক্ষমতার লড়াই এবার বড় পর্দায়! বড় ঘোষণা কালিন ভাইয়া ও গুড্ডু পণ্ডিতের

কালিন ভাইয়া, গুড্ডু পণ্ডিতদের ক্ষমতার বিস্তার ওয়েব দুনিয়ার সীমানা ছাড়িয়ে পৌঁছে গেল বড়পর্দায়। হ্যাঁ, আর ওয়েব সিরিজ নয়, ‘মির্জাপুর’-এর গল্প নিয়ে তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্যের সিনেমা।

২০১৮ সালে ওটিটির পর্দায় প্রথমবার মুক্তি পায় মির্জাপুর। উত্তরপ্রদেশের একটি এলাকা এবং কিছু বাহুবলীর ক্ষমতা ধরে রাখার এই লড়াই এর প্রেক্ষাপট। প্রধান মুখ ছিলেন কালিন ভাইয়া ওরফে পঙ্কজ ত্রিপাঠী। তবে প্রথম সিজ়নের পর থেকেই জনপ্রিয় হয়ে উঠতে শুরু করে বাকি চরিত্ররা। গুড্ডু ভাইয়া, মুন্না ভাইয়া থেকে গলু গুপ্তা কিংবা ছোটে বড়ে অথবা মাধুরীদেবী কিংবা শরদ শুক্লা— প্রতিটি চরিত্রেই নিজস্ব ছাপ রেখে যেতে সক্ষম হয়েছে।

পূর্বাঞ্চল ও মির্জাপুর ক্ষমতা শেষ পর্যন্ত কার হাতে থাকবে, এমন জায়গায় শেষ হয় সিজ়ন তিন। এমনিতেই অনুরাগীরা মুখিয়ে রয়েছেন চতুর্থ সিজ়নের জন্য। তারই মাঝে প্রকাশ্যে এল নতুন প্রচার ঝলক। যেখানে একই সঙ্গে দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজ়ল, দিব্যেন্দু শর্মাদের। এ বার একসঙ্গে আসছেন তাঁরা বড় পর্দায়। ২০২৬ সালে মুক্তি পাবে ‘মির্জ়াপুর দ্য ফিল্ম’ ছবিটি।

‘মির্জাপুর দ্য ফিল্ম’-এর প্রযোজক ফারহান আখতার। তাঁর সঙ্গে এই ছবির প্রযোজনায় সঙ্গী রীতেশ সিধওয়ানি। ‘মির্জাপুর’ সিরিজের দুই নেপথ্যের কারিগর পুণীত কৃষ্ণা ও গুরমীত সিংও রয়েছেন চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে।

দিব্যেন্দু অভিনীত মুন্না ত্রিপাঠি চরিত্রের মৃত্যু দ্বিতীয় মরশুমেই হয়েছিল। কিন্তু বড়পর্দায় এই চরিত্রকে আবারও দেখা যাবে। তেমনই ইঙ্গিত দেওয়া হল অ্যানাউন্সমেন্ট টিজারে। শোনা এও গিয়েছিল, কালিন ভাইয়ার চরিত্রে পঙ্কজ ত্রিপাঠির বদলে হৃতিক রোশন অভিনয় করতে পারেন। কিন্তু তেমন কোনও সম্ভাবনা যে নেই, তাও টিজার দেখেই বোঝা গেল।