Model who spent £74k on butt surgery ruins implants by having too much sex

নিতম্ব অস্ত্রোপচার করে বিপাকে এই মডেল, অতিরিক্ত যৌন মিলনে কাটল সেলাই!

লাস ভেগাসের(las vegas) বাসিন্দা ২৭ বছরের মডেল আমান্ডা নিকোলে( Amanda Nicole Martin)মার্টিন কয়েক বছর আগে শরীরের সৌন্দর্য বৃদ্ধির জন্য নিতম্ব উন্নত করার অস্ত্রোপচার(butt surgery )করিয়েছিলেন (spent £74k)। সেই উন্নত নিতম্বের ছবি তিনি নিয়মিত নিজের ইনস্টাগ্রামের পাতায় প্রকাশ করেন। ইনস্টাতে তাঁর ৮০ লক্ষের বেশি অনুগামী রয়েছে। কিন্তু বিপত্তি ঘটে কয়েক সপ্তাহ আগে। তাঁর সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন আমান্ডা।

আমান্ডা বলেন, ‘‘আমি যখন প্রেমিকের সঙ্গে শরীরী মিলনে রত, তখন আমার নিতম্ব থেকে অদ্ভুত শব্দ বের হতে থাকে।’’ মিলন শেষ হয়ে যাওয়ার পর আমান্ডা দেখেন তাঁর অস্ত্রোপচারের সেলাইয়ের জায়গাগুলো ফেটে ফেটে গিয়েছে। ভয় পেয়ে তিনি চিকিৎসকের কাছে যান। চিকিৎসক জানান তাঁর নিতম্বে অস্ত্রোপচারের সময় সেলাইয়ের কয়েকটি জায়গায় ক্ষত তৈরি হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Amanda Nicole (@the_amanda_nicole)

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা অবস্থাতেই আনুষ্ঠানিক বিয়ে করলেন পরীমণি, রাজের হাত ধরে কেঁদে ভাসালেন নায়িকা

এর পর চিকিৎসকের পরামর্শ মেনে চলেন তিনি। মডেল বলেছেন, ‘‘চিকিৎসকের পরামর্শ মেনে ফের আমি যৌন সম্পর্কে যেতে পারব, এই বিষয়টি আমার মন ভাল করে দিয়েছে। ব্যথার ওষুধ সেই কাজ আরও সহজ করে দেবে।’’

তবে চিকিৎসক ক্ষত সারিয়ে তোলার জন্য কিছু দিন যৌন মিলন থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন। এ খবর শুনে তাঁর প্রেমিক তাঁকে ছেড়ে অন্যজনের সঙ্গে সম্পর্ক তৈরি করেছেন। এতে মোটেই হতাশ নন আমান্ডা। সুস্থ থাকা এবং নিতম্বের স্বাস্থ্যই এখন তাঁর লক্ষ্য।

আরও পড়ুন: Badhaai Do: সমকামিতা গোপন করতে বিয়ে! ট্রেলার প্রশ্ন ছুঁড়ল সমাজকে, দেখুন