Manu Bhaker: কংগ্রেস ঘেঁষা! খেলরত্নের মনোনয়নে নাম নেই মানু ভাকেরের
এবার প্যারিস অলিম্পিকে ভারতের জার্সিতে মানু ভাকের নিজেরে সেরাটা দিয়েছেন। টোকিও অলিম্পিকে যেই মানু বন্দুকের সমস্যার জন্য পারফর্ম করতে পারেননি, সেই মানু এবার প্যারিসে শুধু নামলেন না, জোড়া পদক জিতেছেন। কিন্তু বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করলেও মানু ভাকেরের মুকুটে অবশ্য নতুন পালক যোগ হচ্ছে না। কারণ মেজর ধ্যানচাঁদ
Sheikh Hasina: হাসিনার প্রত্যর্পণ চেয়ে ঢাকার চিঠির প্রাপ্তিস্বীকার, কিন্তু ‘কোনও মন্তব্য নয়’ দিল্লির
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কথা বলে বাংলাদেশের হাই কমিশনের চিঠি (নোট ভার্বাল) এসেছে বলে সোমবার নিশ্চিত করলেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি। প্রবল ছাত্র আন্দোল ও দেশব্যাপী ক্ষোভের কারণে ৭৭বছর বয়সী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা গত ৫ অগাস্ট বাংলাদেশে
Shyam Benegal: নক্ষত্র পতন! প্রয়াত কিংবদন্তি পরিচালক শ্যাম বেনেগল
প্রয়াত ভারতের বর্ষীয়ান চিত্র পরিচালক শ্যাম বেনেগাল। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০। সোমবার সন্ধে ৬টা বেজে ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। বহু দিন ধরেই বা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। এ ছাড়া কিডনি সংক্রান্ত সমস্যাও ছিল তাঁর। শ্যাম বেনেগালের কন্যা