প্রায় সময়ই সংবাদপত্রের শিরোনামে নাম উঠে আসে তাঁর (Monti Roy)। নেটমাধ্যমে তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। মিম থেকে শুরু করে ট্রোলের বন্যা বয়ে চলে তাঁকে নিয়ে। ফের আবার সকলের চর্চার বিষয় হয়ে উঠেছেন সোশ্যাল মিডিয়া স্টার মন্টি রায়। কিন্তু হঠাৎ কেন? ঘটনাটা হল, ১৮ বছরের এই তারকার এমন এক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে যে, তাই নিয়েই কথা হচ্ছে সব জায়গায়। ‘এই সময়’-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ছবিতে গোলাপি টি-শার্ট ও ডেনিম শর্টসের সঙ্গে তাঁর স্তন উন্মুক্ত দেখা গিয়েছে। আর যা দেখে তাঁকে আক্রমণ করেছেন ট্রোলাররা। এমনকি তাই দিয়ে ইউটিউবে ভিডিও বানাতে শুরু করেছেন অনেকে।
এখন সোশ্যাল মিডিয়া আড়াআড়িভাবে বিভক্ত। একদল মন্টি রায়কে নিয়ে মজা করছে, আরেক দল তাঁর নিন্দুকদের কড়া ভাষায় আক্রমণ শানাচ্ছে। কিন্তু মন্টি রায় নিজে গোটা বিষয় নিয়ে কী বলছেন? কীভাবে ফাঁস হল তাঁর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো?
এই সময় ডিজিটালকে দেওয়া একটি সাক্ষাৎকারে টিকটকার মন্টি রায় জানান, তিনি এক ব্যক্তির সঙ্গে ক্যাজুয়াল চ্যাট করছিলেন। সেই ব্যক্তির সঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়া থেকেই আলাপ হয়েছিল। আর তাঁর ধারণা সেই ব্যক্তিই এই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো ফাঁস করে দিয়েছেন।
মন্টির কথায়, তিনি সেক্স চেঞ্জ করার পর থেকেই সেই ব্যক্তির সঙ্গে কথা বলা শুরু করেন এবং ঘনিষ্ট হন। তিনি জানিয়েছেন ওই ব্যক্তির বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। তিনি বলেন, ‘আমি শুক্রবারই থানায় যাব। সাইবার সেলেও অভিযোগ জানাব। ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল করা অপরাধ। আমি এখন নিজেকে সামলাতে ব্যস্ত।’
আরও পড়ুন: Shobnom Bubly: ‘ছেলের দায়িত্ব আমারই, শাকিব শুধু ইচ্ছে হলে…’, সোশ্যাল মিডিয়ায় কেঁদে ভাসালেন বুবলী
এখন সোশ্যাল মিডিয়া আড়াআড়িভাবে বিভক্ত। একদল মন্টি রায়কে নিয়ে মজা করছে, আরেক দল তাঁর নিন্দুকদের কড়া ভাষায় আক্রমণ শানাচ্ছে। কিন্তু মন্টি রায় নিজে গোটা বিষয় নিয়ে কী বলছেন? কীভাবে ফাঁস হল তাঁর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো?
এই সময় ডিজিটালকে দেওয়া একটি সাক্ষাৎকারে টিকটকার মন্টি রায় জানান, তিনি এক ব্যক্তির সঙ্গে ক্যাজুয়াল চ্যাট করছিলেন। সেই ব্যক্তির সঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়া থেকেই আলাপ হয়েছিল। আর তাঁর ধারণা সেই ব্যক্তিই এই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিয়ো ফাঁস করে দিয়েছেন।
মন্টির কথায়, তিনি সেক্স চেঞ্জ করার পর থেকেই সেই ব্যক্তির সঙ্গে কথা বলা শুরু করেন এবং ঘনিষ্ট হন। তিনি জানিয়েছেন ওই ব্যক্তির বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। তিনি বলেন, ‘আমি শুক্রবারই থানায় যাব। সাইবার সেলেও অভিযোগ জানাব। ব্যক্তিগত মুহূর্তের ছবি ভাইরাল করা অপরাধ। আমি এখন নিজেকে সামলাতে ব্যস্ত।’
আরও পড়ুন: Vicky Kaushal: প্রথম বিবাহবার্ষিকীতে বিছানায় অন্তরঙ্গ মুহূর্তের ছবি দিলেন ভি-ক্যাট