Mouni Disha: BFFs Mouni Roy And Disha Patani Twin In Animal-print Bikinis

Mouni Disha: বিকিনিতে বোল্ড অবতারে দিশা -মৌনি, ঘনিষ্ঠতা দেখে ‘সমকামী’ তকমা নীতিপুলিশদের

BFF দিশা পাটানির সঙ্গে বেড়াতে গিয়ে ছবি পোস্ট করেছেন অভিনেত্রী মৌনি রায়। ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রিয়জনের সঙ্গে বেড়াতে এসেছি’। গার্লস ট্রিপের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন দুই নায়িকা।

দুই তারকা সোশাল অ্যাকাউন্টে চোখ রাখলেই একের পর এক ছবি-ভিডিও। কখনও সুইমস্যুট পরে পুলে, আবার কখনও বা বিকিনি পরে সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াতে দেখা যাচ্ছে দিশা পাটানি এবং মৌনী রায়কে। দুই নায়িকাকে একসঙ্গে এক ছবিতে দেখা গেল স্নানঘরে। যা দেখে নেটপাড়ার নীতিপুলিশদের প্রশ্ন, ‘সমকামী নাকি আপনারা?’

পরনে অ্যানিম্যাল প্রিন্টেড বিকিনি। চোখে রোদচশমা। একে-অপরের কাছাকাছি এসে স্নানঘরের আয়নায় মুহূর্ত বন্দি করছেন। মৌনী-দিশার এহেন সেলফি দেখে নেটপাড়ার একাংশ হইচই শুরু করে দিয়েছে। কারও প্রশ্ন, ‘আপনারা কবে বিয়ে করছেন বলুন তো?’ আবার কারও মন্তব্য, ‘আপনারা যে সমকামী, এটা আনুষ্ঠানিকভাবে কবে ঘোষণা করছেন?’