Mouni Roy sets the temperature soaring with her new swimsuit pictures from her Honeymoon

হাতে শাঁখা পলা! বরফে ঢাকা কাশ্মীরে কালো মনোকিনিতে উষ্ণতা ছড়ালেন মৌনি

সিজলিং হট-হানিমুন বলতে যা বোঝায় ঠিক যেন তাই। মৌনি রায়ের (Mouni Roy) প্রতিদিনের ইন্সটা পোস্ট অন্তত সেই কথা বলছে। বাইরে অবিরাম তুষারপাত কাঁচে ঢাকা চারপাশে। মাঝে সুইমিং পুল। হানিমুনে কালো মনোকিনিতে কাশ্মীরে উষ্ণতা ছড়ালেন মৌনি। হটনেসে কাবু করলেন সকলকে। ছবি দেখে চোখ ছানাবড়া অনুরাগীদের। মৌনির হট ফিগারের প্রশংসা যেমন হচ্ছে, তেমনই প্রশ্ন তুলেছেন, ‘এই মেয়ের ঠান্ডা লাগে না?’

দেওয়াল জোড়া কাঁচ। বাইরের দিকে চোখ রাখলেই দেখা যাচ্ছে পাইন বন, চারিদিক ঢেকে আছে বরফে। মাইনাস তাপমাত্রায় মৌনিকে বিকিনি পরে জলকেলি করতে দেখে তাই কিছুটা অবাক নেট-নাগরিকরা। যদিও ‘নগিন’ অভিনেত্রীর রূপে পাগল হয়ে বাহবা জানাতে ভোলেননি। মধুচন্দ্রিমাতে গিয়েও হাতে শাখা পলা পরতে ভোলেননি বঙ্গ তনয়া মৌনি।

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)

গত ২৭ জানুয়ারি প্রেমিক দুবাইয়ের ব্যবসায়ী সুরজ নামবিয়ারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী মৌনি রায় । প্রথমে মালায়ালি ও পরে বাঙালি রীতি মেনে হয় বিয়ে। গোয়ায় বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: Lata Mangeshkar: লতার মরদেহে থুতু ছেটালেন শাহরুখ? জানুন আসল ঘটনা

 

View this post on Instagram

 

A post shared by mon (@imouniroy)

বরফের দেওয়াল পেছনে রেখে কালো সুইমস্যুটে তুষারময় কাশ্মীর উপভোগ করতে দেখা যায় মৌনি রায়কে   ‘দ্যা খাইবার হিমালায়ান রিসর্ট অ্যান্ড স্পা’-বরফে ঢাকা পাহাড়ের মাঝে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন মৌনি। এটি বলি তারকাদের কাশ্মীরের অত্যন্ত পছন্দের জায়গা। বেশ কয়েকদিন আগে সারা আলি খানও ভাই ইব্রাহিমকে নিয়ে এখানেই ছিলেন। শ্রীনগর বিমানবন্দর থেকে ৫৯.৯ কিলোমিটারের দূরে অবস্থিত এই হোটেল।

এর প্রতি রাতের ভাড়া প্রায় ২৪,৭০০ থেকে ৩২,৪০০ টাকা মূলত এপ্রিল মাসে এই ভাড়া থাকে হোটেলের। তবে সিজন অনুযায়ী কম বেশি হয় হোটেলর ভাড়া।

আরও পড়ুন: TRP তালিকা: মুখ থুবড়ে পড়ল মোদক পরিবার! সেরার তাজ ‘গাঁটছড়া’ র মাথায়