Nawazuddin-Aaliya: Nawazuddin Siddiqui's wife Aaliya files petition in Mumbai court, seeks DNA test of her younger child

Nawazuddin-Aaliya: ‘দ্বিতীয় সন্তানকে স্বীকার করছেন না নওয়াজ’, আদালতে ডিএনএ পরীক্ষার আবেদন আলিয়ার

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির দাম্পত্য কলহ চরমে। অভিনেতার ভিডিয়ো ফাঁসের পর এবার আদালতের দ্বারস্থ হয়ে দ্বিতীয় সন্তানের ডিএনএ পরীক্ষার দাবি জানালেন ‘স্ত্রী’ আলিয়া সিদ্দিকি। তাঁর অভিযোগ ছেলেকে পিতৃপরিচয় দিতে রাজি নন নওয়াজ, তাঁকে নিজের সন্তান বলে গ্রহণ করছেন না অভিনেতা তাই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

২০০৪ সালে নওয়াজের (Nawazuddin Siddiqui) সঙ্গে প্রথম পরিচয়। মুম্বইয়ের একতা নগরে লিভ ইন শুরু করেন দু’জনে। তাঁদের সম্পর্কের সাক্ষী অভিনেতার ভাই শামসুদ্দিন। কারণ, একই বাড়িতে থাকতেন তিনজনে। বছর ছয়েক লিভ ইনের পর ২০১০ সালে বিয়ে করেন। ২০১১ সালে প্রথম সন্তানের মা হন আলিয়া। সেই সময় নওয়াজের আয় বিশেষ ছিল না।

তাই সন্তান প্রসবের খরচ জোগাতে আলিয়া তাঁর মায়ের ফ্ল্যাটটি বিক্রি করে দেন। নওয়াজকে ওই টাকা দিয়ে একটি গাড়িও কিনে দেন। যদিও নওয়াজের দাবি অনুযায়ী প্রথম সন্তান জন্মের পরই তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তবে আলিয়ার দাবি, পরবর্তীতে আবার লিভ ইন শুরু করেন দু’জনে। এরপর আলিয়ার কোল আলো করে আসে দ্বিতীয় সন্তান। আলিয়ার দাবি, ছোট ছেলেকে নিজের ছেলে হিসাবে মানতে নারাজ নওয়াজ।

আরও পড়ুন: Hoichoi: ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজ বন্ধে আইনি পথে সালমান শাহ’র পরিবার

এর আগে নওয়াজউদ্দিন সিদ্দিকির মা অভিযোগ করেছিলেন আলিয়ার দ্বিতীয় সন্তান মোটেই নওয়াজের বায়োলজিক্যাল পুত্র নয়। পরিস্থিতি বেগতিক দেখে পিতৃত্ব পরীক্ষার আবেদন জানালেন তারকা-পত্নী। এর আগেও আলিয়ার আইনজীবী রিজওয়ান সিদ্দিকি এর আগেও হাইকোর্টে ডিএনএ টেস্টের আবেদন করেছিলেন, তবে পরে তা প্রত্যাহার করে নেন। এবার পারিবারিক আদালতে আপিল করলেন আলিয়া। গত কয়েক মাস ধরেই নওয়াজের পরিবারের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ চলছে আলিয়ার। এর মাঝেই দ্বিতীয় সন্তানের অভিভাবকত্ব অস্বীকার করেছেন নওয়াজ, সেই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ চরমে।

২০১৭ সালে আলিয়া-নওয়াজেরসম্পর্কে চিড় ধরে বলে জানা যায়। তারপর থেকেই আলাদা থাকেন দুজনে। এরপর ২০২০ সালের মে মাসে নওয়াজের নামে ডিভোর্স মামলা ঠুকে দেন আলিয়া। তবে পরের বছরই সুর পালটে সেই মামলা প্রত্যাহার করেন, জানান ফের একবার সংসার করতে আগ্রহী তিনি। তবে গত বছরের শেষের দিকে ফের দুজনের ঝামেলার খবর সামনে থাকে। নওয়াজের পালটা অভিযোগ এখনও প্রথম স্বামীর বিবাহিতা আলিয়া। দু-দিন আগেই আলিয়া ওরফে জয়নব ওরফে অঞ্জনা কিশোর পাণ্ডে জানিয়েছেন ফের একবার ডিভোর্সের আবেদন করবার কথা ভাবছেন ।

আরও পড়ুন: Shahrukh Khan: শাহরুখের হাতে উজ্জ্বল নীল ঘড়ি, দাম শুনলে নিশ্চিত আঁতকে উঠবেন…