ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহাইমার’ নিয়ে ভারতীয় সিনেদর্শকদের উন্মাদনা প্রথম থেকেই তুঙ্গে। রিলিজের আগেই রমরমিয়ে টিকিট বিক্রি হয়েছে। ইতিমধ্যেই এদেশে ৫০ কোটি টাকার বেশি ব্যবসা করে ফেলেছে ‘ওপেনহাইমার’। তবে সিনেমার একটি দৃশ্য বেশ শোরগোল ফেলে দিয়েছে। যেখানে সঙ্গমের দৃশ্যে কিলিয়ন মার্ফিকে গীতাপাঠ করতে দেখা গিয়েছে।
এই ছবির অন্যতম মূল আকর্ষণ আমেরিকার ‘ম্যানহ্যাটন প্রজেক্ট’-এর ‘ট্রিনিটি’। যার কেন্দ্রে রয়েছেন বিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমার। ‘ওপেনহাইমার’র ছবির একটি দৃশ্যে দেখানো হয়েছে এই ছবির অন্যতম অভিনেতা কিলিয়ান মারফি সঙ্গম করার সময় গীতাপাঠ করছেন। আর সেই দৃশ্য নিয়েই বিতর্কের সূত্রপাত। নেটিজেনদের মত, সঙ্গমের দৃশ্যে গীতাপাঠ হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। সঙ্গমের সময় গীতা ধর্মগ্রন্থের ব্যবহার অনুচিত। কীভাবে সেন্সর বোর্ডে ছাড় পেল এই দৃশ্য? প্রশ্ন তুলেছিল নেটপাড়া। এবার সেই প্রসঙ্গেই নাকি ঘনিষ্ঠমহলে আপত্তি তুলেছেন অনুরাগ ঠাকুর।
আরও পড়ুন: New Bengali Film: জুটি বাঁধছেন সাংসদ – বিধায়ক! ‘প্রধান’- এ দেখা মিলবে দেব-সোহম জুটির?
তিনি ফিল্ম সার্টিফিকেশন বডি তথা সিবিএফসি-র নিন্দে করেন এমন একটা দৃশ্যে কাঁচি না চালানোর জন্য। বিরক্তি প্রকাশ করেছেন তিনি গোটা ঘটনা নিয়ে। ফিল্ম সার্টিফিকেশন বডি-র তরফে কীভাবে এমন একটা সিনেমাকে ছাড়পত্র দেওয়া হল তা নিয়ে অনুরাগ ঠাকুর তুলেছেন প্রশ্ন। সঙ্গে ছবিটি থেকে ওই দৃশ্যটি মুছে ফেলার কথাও বলেছেন। এমনকী, কিছু কর্মকর্তার বিরুদ্ধে নাকি কঠোর ব্যবস্থাও নেওয়া হতে পারে এই গাফিলতির কারণে।
‘পরমাণু বোমার পিতা’ হিসেবে পরিচিত ওপেনহাইমার। তাঁর জীবনী নিয়েই এই সিনেমা তৈরি। ছবিতে দেখা গিয়েছে রবার্ট ওপেনহাইমার এবং তাঁর প্রেমিকা জিন ট্যাটলক সঙ্গমরত। হঠাৎই উঠে গিয়ে সামনে রাখা বইয়ের আলমারির থেকে একটি বই বের করে আনেন ট্যাটলক। জানতে চান বইতে কী লেখা, কোন ভাষায় লেখা। ওপেনহাইমার ব্যাখ্যা করতে গেলে ট্যাটলক বলেন লাইন ধরে বলতে। ইংরেজিতে অনুবাদ শুরু করেন ওপেনহাইমার। তারই মাঝে শুয়ে থাকা ওপেনহেইমারের উপর বসে ফের সঙ্গম শুরু করেন ট্যালক। আর এই দৃশ্য নিয়েই আপত্তি তুলেছেন হিন্দুরা। সিনেমায় খুব অল্প সময়ের জন্য এটি থাকলেও তা দৃষ্টিকটু ঠেকেছে তাঁদের কাছে।
আরও পড়ুন: Bollywood: মুকেশ অম্বানিকে জড়িয়ে ধরলেন দীপিকা পাড়ুকোন