আগামী বছরের অস্কার দৌড় থেকে ছিটকে গেল কিরণ রাও পরিচালিত হিন্দি ছবি ‘লাপতা লেডিজ়। গত সেপ্টেম্বর মাসে ‘ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া’র তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়, আগামী বছর অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে সেরা বিদেশি ভাষার ছবি বিভাগে ভারতের প্রতিনিধিত্ব করবে আমির খান প্রযোজিত ছবিটি। তার পর থেকেই সিনেপ্রেমী দর্শক ‘লাপতা লেডিজ়’ কে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয়, সেই আশা পূর্ণ হল না।
শুধু পরিচালনা নয় আমির খান, জ্যোতি দেশপাণ্ডের পাশাপাশি ‘লাপাতা লেডিজ’ ছবির প্রযোজনাতেও অংশীদার কিরণ রাও। বুধবার গোটা টিমের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় বিবৃতি দেন তিনি। ছবির পোস্টার শেয়ার করে লেখেন, ‘এবছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের শর্টলিস্টে লাপাতা লেডিজ জায়গা করে নিতে পারেনি, আমরা অবশ্যই হতাশ, তবে এই গোটা সফরে আমরা যে ভালোবাসা আর বিশ্বাস পেয়েছি তার জন্য কৃতজ্ঞও বটে।’
এতদূর পৌঁছানোর জন্য অ্যাকাডেমির (অস্কার কমিটি) সদস্য ও ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার জ্যুরিদের ধন্যবাদ দেন কিরণ। একইসঙ্গে গোটা টিমের পক্ষ থেকে ছবির দর্শকদের ধন্যবাদ দেন তিনি। যে ১৫টি ছবি অস্কারের সেরা আন্তর্জাতিক সিনেমার ক্যাটাগোরিতে শর্টলিস্টেড হয়েছে তাদের শুভকামনা জানিয়ে কিরণ লেখেন, ‘আমাদের কাছে এটাই শেষ কথা নয়, বরং একধাপ এগিয়ে যাওয়া। এমনভাবেই আমরা আরও বলিষ্ঠ গল্প নিয়ে আসব আর সারাবিশ্বের দর্শকদের তা জানাবো।’
তবে ‘লাপতা লেডিজ়’-এর ভাগ্য শিকে না ছিঁড়লেও ৯৭তম অস্কারে বিদেশি ভাষার ছবির বিভাগে অন্য একটি হিন্দি ছবি জায়গা করে নিয়েছে। সেটি হল সন্ধ্যা সুরি পরিচালিত ছবি ‘সন্তোষ’। সাহানা গোস্বামী অভিনীত ছবিটি চলতি বছরে অস্কারে ব্রিটেনের হয়ে প্রতিনিধিত্ব করছে। চলতি বছরে কান চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রদর্শিত হয় এবং সমালোচকদের প্রশংসা আদায় করে নেয়। ভারতের প্রত্যন্ত অঞ্চলে এক বিধবা মহিলা তার স্বামীর পুলিশের চাকরিতে যোগদান করবেন, এমনই ছবির প্রেক্ষাপট। এছাড়াও সেরা ‘লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম’ বিভাগে মনোনীত হয়েছে গুনীত মঙ্গা পরিচালিত ‘অনুজা’।