প্রয়াত হলেন শিল্পী ওয়াসিম কাপুর (Wasim Kapoor)। সোমবার সকালে কলকাতার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন চিত্রশিল্পী (wasim kapoor wikipedia)। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল ৭১ বছর।
লখনউয়ে জন্ম হলেও কলকাতা ছিল শিল্পীর কর্মভূমি (wasim kapoor artist) । কথা বলত তাঁর রং, তুলি। মানুষের মনের আবেগ সাদা ক্যানভাসে ঢেলে দিতেন তিনি, তাঁর ছবি কথা বলে। তাঁর আচমকা মৃত্যুর খবরে শোকস্তব্ধ শিল্পীমহল, চোখের কোণ ভিজেছে তাঁর শিল্পের গুণমুগ্ধ ভক্তদের।( wasim kapoor news)
শৈশবটা আর পাঁচটা শিশুর মতো কাটেনি ওয়াসিম কাপুরের (wasim kapoor passed away)। মাত্র ছ’বছর বয়সেই খাট থেকে পড়ে পায়ে বড়মাপের চোট পেয়েছিলেন ওয়াসিম। (wasim kapoor painting) ১৫ বছর বয়স অবধি বিছানাতেই কেটে যায় তাঁর শৈশব ও কৈশোর জীবন। পা বাঁধা ছিল প্লাস্টারে কিন্তু ওয়াসিমের মন উড়ান দিত বাড়ির জানলা দিয়ে। হাসপাতাল আর বাড়ি এই ছিল তাঁর রুটিন। এরই মাঝে বাবার কাছে আবদার ছিল আঁকা শেখার। ছেলের শখপূরণে খামতি রাখেননি বাবাও। বিছানায় শুয়েই শুরু আঁকা শেখা, শৈশবে তাঁর শিক্ষাগুরু ছিলেন অমর নন্দন। তিনিই তাঁকে ১৫ বছর বয়সে আর্ট কলেজে ভর্তি করে দেন। ক্রাচ হাতেই কলেজে যাওয়া শুরু কিশোর ওয়াসিমের (wasim kapoor religion)। এরপর যামিনী রায়, মকবুল ফিদা হুসেন, দেবীপ্রসাদ চৌধুরীর মতো লেজেন্ডারি শিল্পীদের সান্নিধ্যে আসেন ওয়াসিম কাপুর।
আরও পড়ুন: রাজ চক্রবর্তীর হাত ধরে অভিনয়ে কামব্যাক বাবুল সুপ্রিয়র, বিপরীতে ‘চারু’ দেবচন্দ্রিমা
কলেজের শুরু থেকেই বিভিন্ন প্রদর্শনীতে তাঁর আঁকা ছবি জায়গা করে নেয়। ধীরে ধীরে দেশের বাইরেও শিল্পকর্মের খ্যাতি ছড়িয়ে পড়ে। (wasim kapoor painting price) বিধানসভায় জ্যোতি বসুর তৈলচিত্র এঁকেছিলেন বাম মানসিকতার এই চিত্রশিল্পী। পশ্চিমবঙ্গের বিধানসভা থেকে শুরু করে ভারতের সংসদ ভবন, উর্দু অ্যাকাডেমি, ললিতকলা অ্যাকাডেমি– নানা জায়গায় তাঁর আঁকা ছবি স্থান পেয়েছে।
যত সময় গিয়েছে, কলকাতার সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছেন ওয়াসিম (wasim kapoor latest news)। প্রফুল্ল সরকার স্ট্রিটের একটি ছিমছাম বাড়িতেই থাকতেন শেষ দিন পর্যন্ত। বাংলার শিল্পীমহলে তিনি ছিলেন জনপ্রিয়। অবসাদ, যন্ত্রণা, একাকীত্বের মতো গভীর আবেগকে রং তুলির মাধ্যমে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন ওয়াসিম কাপুর। তাঁর আঁকা চিত্র সারা ভারতের শিল্পীদের প্রশংসা আদায় করে নেয়। তাঁর প্রয়াণে শোকের ছায়া বাংলার শিল্পীমহলে।
আরও পড়ুন: Baba Baby O: ‘মায়াবী চাঁদের রাতে’ আর চমক হাসানে মজে নেটপাড়া, ২ সপ্তাহে ভিউ ১১ লক্ষের উপর