সম্প্রতি, গলফ খেলোয়াড় হামজা আমিনের সঙ্গে নিকাহ সেরেছেন পাকিস্তানি অভিনেত্রী উশনা শাহ। নিজেই সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বিয়ের ভিডিয়ো শেয়ার করেছেন উশনা। যেখানে লাল লেহেঙ্গায় সেজে নিকাহ-র রীতি রেওয়াজ পালন করতে দেখা যাচ্ছে উশনা শাহ-হামজা আমিনকে। আর হামজা আমিন পরেছিলেন সাদা শেরওয়ানি।
পাক অভিনেত্রী উশনা শাহর বিয়ের লাল লেহেঙ্গাটি ডিজাইন করেছেন পাক পোশাক ডিজাইনার ব্র্যান্ড ওয়ার্দা সেলিম। এদিকে পাকিস্তানি হয়েও ভারতীয় নববধূর মতো লাল লেহেঙ্গা পরে বিয়ের করার কারণেই বিরক্ত সেদেশের নেটনাগরিকদের একাংশ। সমাজমাধ্যমে এই নিয়ে শুরু হয় কটাক্ষ। কী করে ভারতীয় বেশে সাজলেন উশনা, তা নিয়ে প্রশ্ন তুললেন কেউ কেউ। নিন্দুকদের কড়া জবাব দিলেন অভিনেত্রী।
আরও পড়ুন: Jr Ntr: জুনিয়র এনটি আরের পরিবারে শোকের ছায়া, স্বজনহারা হলেন অভিনেতা
ইনস্টাগ্রামে হাতের মেহন্দির ছবি ও বিয়ের পোশাকের ছবি দিয়ে নিন্দকদের বিরুদ্ধে সরব হন তিনি। উশনা লেখেন, ‘‘যাঁদের আমার বিয়ের পোশাক নিয়ে এত সমস্যা, তাঁদের তো আমন্ত্রণ জানানো হয়নি। আমার তো মনে পড়ছে না তাঁরা কেউ আমার পোশাকের জন্য টাকা দিয়েছেন বলে। আমার গয়না আমার বিয়ের পোশাক সম্পূর্ণ রূপে পাকিস্তানি। যদিও আমার হৃদয় অর্ধেকটা অস্ট্রিয়ান। (একথা নিজের স্বামীর প্রতি ইঙ্গিত করে লিখেছেন উশনা, তাঁর স্বামী হামজা আমিন অস্ট্রিয়ার নাগরিক)।’’
আবার অনেকেই উশনার সমর্থনে মুখে খুলেছেন। উশনার অনুরাগীদের একজন লিখেছেন, আল্লাহ উশনাকে খুশি রাখুন আর ট্রোলারদের অখুশি-ই থাকতে দিন। কারোর মন্তব্য আমরা কি ইতিবাচক ভালোবাসার বার্তা ছড়াতে পারি না?
আরও পড়ুন: Sourav Ganguly: বায়োপিকে সৌরভের ভূমিকায় রণবীর! কী বললেন মহারাজ?