Pallavi Dey Death: Pallavi's sister filed a case of incitement to suicide against Sagnik

Pallavi Dey Death: সাগ্নিকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের পল্লবীর দিদির

অভিনেত্রী পল্লবী দে-র রহস্যমৃত্যুতে উঠে আসছে একাধিক তথ্য। এ বার আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করলেন পল্লবীর দিদি পৌলমী দে। তিনি এ-ও জানান, বোনের সঙ্গে প্রায়শই ঝামেলা হত তাঁর লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তীর।

রবিবার সন্ধ্যায় পল্লবী দে’র ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে, তাতে এই ঘটনাকে আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। কাটাপুকুর মর্গে পল্লবীর দেহের ময়নাতদন্ত হয়। সেই রিপোর্টের ভিত্তিতে পুলিশের প্রাথমিক অনুমান, আত্মহত্যাই করেছেন পল্লবী। তবে আত্মহত্যা করে থাকলেও তার পিছনে কোনও প্ররোচনা ছিল কি না তাও পুলিশ খতিয়ে দেখছে। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পল্লবীর লিভ-ইন পার্টনার সাগ্নিককে।

সোমবার পৌলমী জানান, বোন ও সাগ্নিক হাওড়ার ভানুমতী স্কুলে পড়াশোনা করেছেন। পরস্পরের বাড়িতেও যাতায়াত ছিল। তবে কিছু দিন বোন কলকাতায় থাকার কারণে তেমন ভাবে যোগাযোগ হয়নি। তিনি বলেন, ‘‘কিছু দিন যাবৎ বোন বাড়িতে থাকত না। কাজের জন্য এক-দেড় বছর বাইরেই। ওরা বিয়ে করেনি। তবে ভালবেসে এক সঙ্গে থাকত। সম্পর্কে ঝামেলা ছিল কি না, বলতে পারব না। কিন্তু ওঁদের ঝগড়া-মারপিট হত। জিনিস ভাঙচুর করতে দেখেছি। তবে ওদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কখনও কিছু জিজ্ঞাসা করিনি।’’ তিনি আরও বলেন, ‘‘আমাদের পাড়ারই ছেলে (সাগ্নিক)। বাড়িতেও যাতায়াত ছিল। ছেলেটা তো ভাল বলে জানতাম। তবে আগে ওর কোনও সম্পর্ক ছিল কি না জানি না।’’

আরও পড়ুন: TRP: খড়ি- ঋদ্ধি প্রেমে পড়তেই আবার বাংলা-সেরা ‘গাঁটছড়া’, দ্বিতীয় স্থানে কে?

সূত্রের খবর, পুলিশের কাছে মৃত টেলি অভিনেত্রীর লিভ-ইন সঙ্গী দাবি করেছেন, পল্লবীর আর্থিক সমস্যা চলছিল। এ নিয়ে তিনি চিন্তায় ছিলেন। তবে পল্লবীর দিদির দাবি, ‘‘বোনের কোনও ধারদেনা ছিল না।’’ তাঁর স্পষ্ট দাবি, ‘‘ধারদেনা ছিল না। বোনের আর্থিক সমস্যা একেবারেই ছিল না। দিব্যি একের পর এক টেলি সিরিয়ালে কাজ পাচ্ছিল। আর কাজ না পেলে অধৈর্য হওয়ার মেয়ে নয় ও। দিব্যি ছিল বোন।’’

পৌলমীর সংযোজন, ‘‘হয়তো মানসিক সমস্যা ছিল। দূরে থাকার কারণে আমরা টের পাইনি।’’ বোনের অস্বাভিক মৃত্যু নিয়ে দিদি বলেন, ‘‘চাপে পড়েই হয়তো এ কাজ করেছে। কিংবা কেউ করতে বাধ্য করেছে।’’ জানান, পুলিশের তদন্তেই এখন আস্থা রাখছেন তাঁরা।

আরও পড়ুন: Pallavi Dey Death: ১৫ লাখের FD পল্লবীর! ব্যাঙ্কের নমিনিও সাগ্নিক, খবর পরিবার সূত্রে