বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার সম্পর্ক নিয়ে গুঞ্জনের আবহে তাঁদের সম্পর্কে সিলমোহর দিয়ে দিলেন রাজনীতিবিদ সঞ্জীব অরোরা। টুইটারে ইতিমধ্যেই তিনি অভিনন্দন জানিয়ে দিয়েছেন জুটিকে। অতএব, জল্পনার অবসান।
দিন কয়েক আগে রাঘবের সঙ্গে পরিণীতিকে ডিনার ডেটে দেখার পর থেকেই তাঁদের নিয়ে চর্চা অব্যাহত পরদিনই আবার লাঞ্চ ডেটের ভিডিয়ো সামনে আসতে বেশ বোঝা যায় প্রেম জমে ক্ষীর। কিছুদিন আগে সংসদে ঢোকার মুখে এনিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় রাঘব চাড্ডাকে। লজ্জায় লাল আপ নেতার জবাব ছিল, ‘পরিণীতি নয়, রাজনীতি নিয়ে প্রশ্ন করুন…’
আরও পড়ুন: Tollywood: জোট বেঁধে কাজ করবেন সৃজিত-রাজ! ‘মৌসম বিগড়ানোর’ খবর দিলেন মহেন্দ্র সোনি
যদিও রাঘব বা পরিণীতির কেউই এখনও সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, আত্মীয়-পরিজনের মধ্যে প্রাথমিক আলোচনার পরেই নাকি রেস্তরাঁয় যান তাঁরা। পরিবারের সদস্যরাও একে অপরের সঙ্গে পরিচিত। খুব শীঘ্রই নাকি দুই পরিবারের উপস্থিতিতে ব্যক্তিগত পরিসরে ‘রোকা’ অনুষ্ঠান হতে চলেছে পরিণীতির। তার পরে সম্পর্কের কথা প্রকাশ্যে আনতে চাইছেন চর্চিত যুগল।
সঞ্জীব টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন জুটিকে। আশীর্বাদ করে লিখেছেন, “পরিণীতি এবং রাঘবের এই বন্ধন প্রেমে, আনন্দে অক্ষয় হোক। ওরা একসঙ্গে চলুক বাকি জীবন। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।” সঞ্জীবের সেই পোস্ট দেখে শুভেচ্ছাবার্তার বন্যা বইয়ে দিয়েছেন অনুরাগীরাও। জানা গিয়েছে, লন্ডনে পড়াশোনা করেছেন দু’জনেই। কলেজবেলা থেকে বন্ধুত্ব ছিল রাঘব আর পরিণীতির। তবে বন্ধুত্ব নাকি অন্য দিকে মোড় নিয়েছিল সম্প্রতি।
আরও পড়ুন: Fatafati: ঋতাভরী-আবিরের ‘জানি অকারণ’ গানে অন্য প্রেমের ছোঁয়া!