Pasoori Nu: Satyaprem Ki Katha song Pasoori Nu: Even Arijit Singh 'can't save' this remake

Pasoori Nu: ফিকে অরিজিৎ ম্যাজিক! কার্তিক-কিয়ারার ‘পাসুরি’তে মন মজল না সঙ্গীতপ্রেমীদের

কোক ষ্টুডিও পাকিস্তানের জনপ্রিয় একটি গান ‘পাসুরি’ (Pasoori)। আসল গানটি গেয়েছিলেন আলি শেট্টি (Ali Sethi) এবং শেহ গিল। শুধুমাত্র পাকিস্তান নয় সঙ্গীতপ্রেমী, ভারতীয়রাও কণ্ঠস্থ করে নিয়েছিলেন গানটি।আসল পাসুরি গানটি ২০২২ সালে সব থেকে বেশিবার শোনা এবং গুগলে সার্চ করা হয়েছে। তবে কিছুদিন আগেই জানা গিয়েছিল বলিউডে ‘সত্য প্রেম কি কথা’ সিনেমায় গানটি রিমেক করা হবে।

সোমবার মুক্তি ‘পাসুরি’র ভারতীয ভার্সন। ইউটিউবে সেখানে গানটির বিষয়ে লেখা হয়, ‘সত্যপ্রেম কী কথা ছবির পাসুরি নু গানটি রইল আপনাদের জন্য। গ্লোবাল হিট নতুন ভাবে। কার্তিক আরিয়ানকে দেখুন সত্যপ্রেম হিসেবে। আর কিয়ারা থাকবেন কথা হিসেবে।’  ছবির গানটি গেয়েছেন অরিজিৎ সিং ও তুলসী কুমার। গানটির কথা বদলালেও সুর একই রয়েছে। কারণ মূল গানটি পাঞ্জাবি এবং উর্দুতে রচিত হয়েছিল। সঙ্গীত করেছেন রোচক কোহলি এবং আলি শেঠি, আর গানের কথা লিখেছেন, গুরপ্রীত সাইনি এবং আলি শেঠি।

আরও পড়ুন: Ranga Bou: রথের দিনই ‘রোকা’ সেরে ফেললেন পায়েল দেব, কবে সাত পাকে বাঁধা পড়ছেন অভিনেত্রী

জনপ্রিয় গানের পুনর্নিমিত ভার্সনটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে সমালোচনা। পাকিস্তানি অনুরাগীদের পাশাপাশি ভারতীদের এক অংশ ক্ষুব্ধ এই গানের পুনর্নির্মাণে। ছবির একটি গানের শুটিং করার জন্য নাকি প্রায় ৭ কোটি টাকা খরচ করেছেন নির্মাতারা। ছবির প্রচার ঝলকে দর্শকের নজরে এসেছে কার্তিক ও কিয়ারার রসায়নও। সাদা পোশাকে আরিয়ান-কিয়ারা। গানের দৃশ্যায়ন দেখে বোঝাই যাচ্ছে প্রেমের মুহূর্তে শুট করা এই গান। গানের ঝলক সামনে আসতেই বেশ ক্ষুব্ধ পাকিস্তানি অনুরাগীরা। সেই ছাপ সমাজমাধ্যমের পাতাতেও। নির্মাতাদের এই সিদ্ধান্তকে খোঁচা দিয়ে তাঁদের মন্তব্য, ‘‘বলিউড অন্য শিল্পীদের জনপ্রিয় গান রিমেক করা ছাড়া আর কী-ই বা করতে পারে!’’

বলিউডের বর্তমান সঙ্গীতশিল্পীদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। আবার ভারতীয়েরা বিরক্তি প্রকাশ করে বলেছিলেন, ‘‘অরিজিতের প্রথমেই এই গানের প্রস্তাব ফিরিয়ে দেওয়া উচিত ছিল।’’ কেউ বলেছেন, ‘‘অরিজিতের কি বাজারে দেনা ছিল যে এই গানটা গাইতে হল!’’ মোটের উপর, এই গানের জন্য সমাজমাধ্যমে ভালই কথা শুনতে হয়েছে গায়ককে।

আরও পড়ুন: Ranu Mondal New Song Video: ‘তুমি ছাড়া আমি কী করে বাঁচি বলো’, মুক্তি পেল রানু মন্ডল ও হিরো আলমের নতুন গান