সপ্তম দিনে দেশজুড়ে মোট ২১ কোটি টাকার কালেকশন করেছে ‘পাঠান’ (Pathaan Box Office Collection)। বক্স অফিসের দিকে চোখ রাখলে ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-এর পরে শাহরুখ খান-অভিনীত এই ছবি দ্রুততম হিন্দি ছবি হিসেবে ৩০০ কোটির ঘরে প্রবেশ করেছে। ঘরোয়া বক্স অফিসে পাঠানের প্রথম সপ্তাহের সংগ্রহ এখন পর্যন্ত ৩১৫ কোটি টাকা।
বুধবার বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, মুক্তির পর একের পর এক রেকর্ড ব্রেক করছে ‘পাঠান’। দেশীয় বক্স অফিসে মাত্র সাত দিনে ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে এই ছবি। ২০১৭ সালের ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-এর হিন্দি সংস্করণের ৩০০ কোটিতে প্রবেশ করতে ১০ দিন সময় লেগেছিল। পাঠান মাত্র ৭ দিনে এই অঙ্কে প্রবেশ করেছে।
আরও পড়ুন: Pathaan: গোটা বিশ্বে অপ্রতিরোধ্য ‘পাঠান’! চতুর্থ দিনে দেশজুড়ে হাফ সেঞ্চুরি, বিশ্বব্যাপী কত আয়?
‘PATHAAN’ FASTEST TO ENTER ₹ 300 CR CLUB…
⭐️ #Pathaan: Day 7
⭐️ #Baahubali2 #Hindi: Day 10
⭐️ #KGF2 #Hindi: Day 11
⭐️ #Dangal: Day 13
⭐️ #Sanju: Day 16
⭐️ #TigerZindaHai: Day 16
⭐️ #PK: Day 17
⭐️ #War: Day 19
⭐️ #BajrangiBhaijaan: Day 20
⭐️ #Sultan: Day 35#India biz. Nett BOC. pic.twitter.com/xmoBvX0m9g— taran adarsh (@taran_adarsh) January 31, 2023
রেকর্ড গড়ার দৌঁড়ে যেন ক্রমশ ছুটে চলেছেন পাঠান শাহরুখ। আমির খানের দঙ্গল ৩০০ কোটির ক্লাবে পৌঁছতে সময় লেগেছিল ১৩ দিন। এছাড়াও সুপারহিট হিন্দি ছবি হিসাবে ৩০০ কোটির ক্লাবে পৌঁছেছিল রণবীর কপুর অভিনীত সঞ্জু, সলমানের টাইগার জিন্দা হ্যায়। দুটি ছবিই ৩০০ কোটির মাইলস্টোন ছুঁতে সময় নিয়েছিল ১৬ দিন। একইভাবে আমির খানেক পিকে ১৭ দিন ও হৃত্বিক রোশনের ওয়ার-এর মতো ব্লকবাস্টার ছবি ১৯ দিনে ৩০০ কোটির গণ্ডি অতিক্রম করেছিল।
প্রজাতন্ত্র দিবসের ঠিক আগের দন অর্থাৎ ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ খান, দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম অভিনীত অ্যাকশন প্যাকড মুভি পাঠান। হিন্দি, তামিল ও তেলুগু তিনটি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। পাঠানের জনপ্রিয়তাকে আরও একটু তোল্লাই দিয়েছে টাইগার সলমানের গ্র্যান্ড এন্ট্রি।
আরও পড়ুন: Sunny Leone : সিনেমার সেটে মারাত্মক আহত সানি লিওন, দেখুন ভিডিও