জুলাই মাসেই পেপার ম্যাগাজিনের হয়ে নগ্ন ফোটোশ্যুট করে সেনসেন ফেলে দিয়েছিলেন রণবীর সিং। সেই সময় কোনও পোশাক ছাড়া অভিনেতাকে ওইভাবে ক্যামেরার সামনে শুয়ে পোজ দিতে দেখে কম জলঘোলা হয়নি। এমননকী, অভিনেতার নামে সেই সময় এফআইআরও হয়, যাতে দাবি করা হয় মহিলাদের ভাবাবেগে নাকি তিনি আঘাত দিয়েছেন।
তবে ফের একবার নগ্ন হওয়ার প্রস্তাব এল রণবীরের কাছে। আর এবার তা দেওয়া হল পেটা (People for the Ethical Treatment of Animal) ইন্ডিয়ার তরফে। যেখানে তাঁকে বলা হল পেপার ম্যাগাজিনের মতোই একটা ফোটোশ্যুট করতে, যা ভেগানিজমকে প্রচার করবে।
আরও পড়ুন: Bismillah Film Trailer: শেষ বলে যেন কিছু নেই…প্রেমের সুরে ঋদ্ধি-শুভশ্রী, সঙ্গে সুরঙ্গমাও
রণবীরকে এক চিঠিও পাঠিয়েছে ‘পেটা ইন্ডিয়া’ কর্তৃপক্ষ। চিঠিতে উল্লেখ রয়েছে মডেল-অভিনেত্রী প্যামেলা অ্যান্ডারসনের যিনি এর আগে পেটার ‘সকল প্রাণের এক অঙ্গ’ এই উদ্যোগে অংশ নিয়েছিলেন। চিঠিতে লেখা রয়েছে, “প্রাণীদের প্রতি সহানুভূতি প্রদর্শনে আমরা আপনাকে অনুরোধ করব পেটা-র ‘অল অ্যানিম্যালস হ্যাভ দ্য এম পার্টস- ট্রাই ভেগান’-এই ক্যাম্পেনের জন্য আরও একবার নগ্ন হতে।” এর আগে অনুষ্কা শর্মা থেকে শুরু করে, কার্তিক আরিয়ান, নাটালি পোর্টম্যানের মতো সেলেবও যে ভিগানিজমের প্রচারের অংশগ্রহণ করেছেন সে কথা রণবীরকে লেখা ওই চিঠিতে জানিয়ে পেটা কর্তৃপক্ষের আরও বক্তব্য, “আপনি এক ছবির জন্য ভেগান হয়েছিলেন। পশুরাও এই কষ্ট থেকে দূরে থাকতে চায়। অনেক পশু তাদের গলা কাটার অপেক্ষায় রয়েছে।”
প্রসঙ্গত, সূত্র জানাচ্ছে, করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির জন্য ভিগানিজম অনুসরণ করেছিলেন রণবীর। সেই সূত্র ধরেই রণবীরকে পেটার এই আর্জি। রণবীর যদিও এখনও এই বিষয়ে কোনও অফিসিয়াল মন্তব্য করেননি।
আরও পড়ুন: Brahmastra: হাতে আগুন নিয়ে খেলছেন রণবীর, ‘দেবা দেবা’-র টিজারে বুঁদ নেটপাড়া